মালয়েশিয়ায় বিশ্বমানের উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের যোগ্যতা, আবেদন পদ্ধতি, খরচ ও পার্ট টাইম জবের পরামর্শ নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করছে ইউনাইচ এডুকেশন মালয়েশিয়া।
বাংলাদেশি শিক্ষার্থীদের মালেশিয়ায় শিক্ষা গ্রহণের সুযোগ প্রদান করায় ইউনাইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ ওমর ফারুক ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছেন। মালয়েশিয়া ও বাংলাদেশের রাজধানী ঢাকায় পৃথক দুটি অফিসের মাধ্যমে মালয়েশিয়াগামী শিক্ষার্থীদের এক যুগেরও বেশি সময় সেবা দিচ্ছে প্রতিষ্ঠনটি।
মালয়েশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশ, ভারত, চীন, মধ্যপ্রাচ্য, আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের মালয়েশিয়াগামী শিক্ষার্থীদের প্রথম পছন্দ ইউনাইচ এডুকেশন মালয়েশিয়া।
অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে মালয়েশিয়ায় বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত দেশটিতে বিদেশি শিক্ষার্থী রয়েছে ২ লাখেরও বেশি। আধুনিক, প্রগতিশীল ও বহুস্বংস্কৃতির গতিশীল জীবনধারার দেশটি এশিয়ার শান্তিপূর্ণ দেশগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। প্রতি বছর ১০০টিরও বেশি দেশের শিক্ষার্থীদের এখানে একত্রিত হওয়ার কারণ হলো সাধ্যের মধ্যে উচ্চশিক্ষা অর্জনের সুবিধা।
মালয়েশিয়ায় উচ্চশিক্ষার যোগ্যতা
দেশটির বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের জন্য অসংখ্য সাবজেক্ট অফার করে। মালয়েশিয়াগামী শিক্ষার্থীদের যে সাধারণ যোগ্যতাগুলো পূরণ করতে হয় তা হলো-
- স্নাতকের জন্য কমপক্ষে ১২ বছরের একাডেমিক সময়
- এসএসসি/এইচএসসি/ও-লেভেল/এ-লেভেল-এ সিজিপিএ ৫ এর মধ্যে ন্যূনতম ৩ দশমিক ৫০ (স্নাতক প্রোগ্রামগুলোর জন্য)
- সিজিপিএ ৪ এর মধ্যে ন্যূনতম ২ দশমিক ৫-সহ একটি স্নাতক ডিগ্রি (স্নাতকোত্তরের জন্য)
- আইইএলটিএস স্কোর ৬ দশমিক ৫ (প্রোগ্রাম ও বিশ্ববিদ্যালয়গুলোর ওপর নির্ভর করে স্কোর পরিবর্তন হতে পারে)
কিছু প্রোগ্রামের জন্য জিআরই বা জিম্যাট স্কোরও প্রয়োজন হতে পারে।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইউনাইচ এডুকেশন মালয়েশিয়ার মাধ্যমে অল্প খরচে উচ্চশিক্ষার জন্য সেরা বিশ্ববিদ্যালয় গুলো হলো,
- ইউনিভার্সিটি মালায়া (ইউএম)
- ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া (ইউটিএম)
- ইউনিভার্সিটি পুত্র মালয়েশিয়া (ইউপিএম)
- আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া (আইআইইউএম)
- ইউনিভার্সিটি সেন্স মালয়েশিয়া (ইউএসএম)
সাধারণত যে বিষয়গুলোয় উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়া জনপ্রিয়-
- এমবিএ
- কম্পিউটার সায়েন্স-এ ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি।
- ডেটা সায়েন্স-এ ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি।
- মেডিসিন ও হেলথ কেয়ার-এ ব্যাচেলরস, মাস্টার্স ও পিএইচডি।
- ব্যাংকিং ও ফিন্যান্স-এ ব্যাচেলরস, মাস্টার্স ও পিএইচডি।
এছাড়াও শিক্ষার্থীরা ইউনাইচ এডুকেশন মালয়েশিয়ার মাধ্যমে তাদের পছন্দের বিষয়ের জন্য সেরা বিশ্ববিদ্যালয়গুলো বেঁছে নিতে পারে।
উচ্চ শিক্ষা মালয়েশিয়ার জন্য যোগাযোগ করতে পারবেন,
ইউনাইচ এডুকেশন মালয়েশিয়া
www.uniceeducation.com.my
আরো দেখুন:
গ্লাভস শিল্পে বাংলাদেশের বৈশ্বিক মর্যাদা রক্ষায় কাজ করছে ইউনাইচ গ্রুপ
প্রতিষিদ্ধ/শিক্ষা/ওএফ