শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
ইউনাইচ এডুকেশন মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা
ইউনাইচ এডুকেশন মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা

ইউনাইচ এডুকেশন মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : December 10, 2023 | করপোরেট

মালেশিয়ায় উচ্চশিক্ষার জন্য রাজধানী শহর কুয়ালালামপুরকে শিক্ষার্থীরা সাশ্রয়ী শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রাখেন। তাই কম খরচেই সেখানে উচ্চমানের জীবনযাত্রার সন্ধান দেয়ার কাজটি করছে ইউনাইচ এডুকেশন মালেশিয়া। মালয়েশিয়াতে শিক্ষা গ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীরা উপভোগ করেন দেশটির প্রাণবন্ত সংস্কৃতি। উপভোগ্য শিক্ষার সুযোগ দানেও ইউনাইচ এডুকেশন মালেশিয়া খুবই উদার।

শিক্ষার্থী যে দেশ থেকে যাচ্ছেন, সে দেশ থেকে প্রদানকৃত মালয়েশিয়া ভিসার অনুমোদনপত্র প্রাপ্তির পূর্ববর্তী বা প্রি-ভিএএল মেডিকেল রিপোর্ট শিক্ষার্থী চাইলে মালয়েশিয়ায় যাওয়ার পরও তাদের নিবন্ধিত ক্লিনিকে স্ক্রীনিং করাতে পারেন। পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আবেদনকারী শিক্ষার্থীদের প্রি-ভিএএল মেডিকেল স্ক্রীনিং সংক্রান্ত নির্দেশাবলীর জন্য ইউনাইচ এডুকেশন মালয়েশিয়া শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে আসছে।

স্টুডেন্ট ভিসার জন্য আবেদন
বাংলাদেশী শিক্ষার্থীদের মালয়েশিয়ায় আসার আগে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে। আবেদনের সব ধরণের প্রক্রিয়া ইউনাইচ এডুকেশন মালয়েশিয়া সম্পন্ন করে থাকে।

মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তির মাধ্যমে ইউনাইচ এডুকেশন মালেশিয়া দেশটির সরকারি ও বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণে বিদেশি শিক্ষার্থীদের সেবা প্রদানে ওয়ান-স্টপ সেন্টার হিসেবে কাজ করে।
আবেদনপত্র জমা দেয়ার তারিখ থেকে ১৪ কার্যদিবস পর প্রদান করা হয় ভিসা অনুমোদন পত্র প্রদান বা ভিএএল। প্রক্রিয়াধীন সময়টিতে শিক্ষার্থীরা আবেদনের সর্বশেষ অবস্থাটিও জেনে নিতে পারেন। তবে মালয়েশিয়ায় অভিবাসনের সময় বাংলাদেশের শিক্ষার্থীদের ই-ভিসার প্রয়োজন হয়। ইউনাইচ এডুকেশন মালয়েশিয়ার মাধ্যমে তারা খুব সহজেই ই-ভিসার জন্য আবেদন করতে পারেন, যা মাত্র ৪৮ ঘন্টার মধ্যে পাওয়া যায়।

মালয়েশিয়ায় পৌছার পর করণীয়
মালয়েশিয়ায় পৌছার পর প্রথমে মাসেই কিছু কাজ জরুরি ভাবে করে নিতে হবে। সেক্ষেত্রে ইউনাইচ এডুকেশন মালেশিয়া শিক্ষার্থীদের সকল প্রকার সহায়তা করে। প্রথম ৭ দিনের মধ্যে যেকোন ইএমজিএস-নিবন্ধিত ক্লিনিকে মেডিকেল স্ক্রীনিং করে নিতে হবে। আবাসনের ব্যবস্থা করার পাশাপাশি শিক্ষাগত নথিগুলো সঠিকভাবে রয়েছে তা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান ও ইএমজিএসের সঙ্গে যোগাযোগ করতে করতে ইউনাইচ এডুকেশন মালয়েশিয়া প্রতিজ্ঞাবদ্ধ।

এ সময় বিশ্ববিদ্যালয় থেকে স্টুডেন্ট পাস (পাসপোর্টে স্টিকার) এবং আই-ক্যাড (বিদেশি জাতীয় পরিচয়পত্র) সংগ্রহ করে নিতে হবে। স্টুডেন্ট পাস মুলত বিশ্ববিদ্যালয় থেকে পাসপোর্টে একটি স্টিকার সংযুক্ত করে দিবে। আর আই-ক্যাড হলো মালয়েশিয়ার বহিরাগত শিক্ষার্থীদের পরিচয়পত্র, যার মাধ্যমে তাদের মালয়েশিয়ায় থাকার বৈধতা নিশ্চিত হয়।

মালয়েশিয়ায় জীবনযাত্রার জন্য আর্থিক ব্যবস্থাপনা
প্রতিটি মানুষের খরচগুলো মুলত তার ব্যক্তিগত জীবনযাত্রার উপর নির্ভর করে। তার সঙ্গে সম্পৃক্ত হয়- স্থানীয় গোষ্ঠীর সংস্কৃতির সঙ্গে তিনি কতটুকু মানিয়ে চলতে পারছেন। মালয়েশিয়ায় থাকা-খাওয়া, যাতায়াত, মেডিকেল, মোবাইল ও ইন্টারনেট, ব্যাংক অ্যাকাউন্ট; সব মিলিয়ে প্রায় ১৭০ থেকে ১৮০ মার্কিন ডলার (১৭ দশমিক ৩৬৯ থেকে ১৮ দশমিক ৩৯১ বাংলাদেশি টাকা) খরচ হতে পারে। যা অন্য যেকোন এজেন্সির চেয়ে ইউনাইচ এডুকেশন মালেশিয়ায় সর্বনিম্ন।

পড়াশোনার পাশাপাশি খন্ডকালীন চাকরির সুযোগ

ইউনাইচ এডুকেশন মালয়েশিয়ার সহায়তায় শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি যেসব দেশগুলোতে খন্ডকালীন কাজ করে উপার্জন করা যায় মালেশিয়া তার মধ্যে অন্যতম। মালয়েশিয়াতে বিদেশি শিক্ষার্থীদের সেমিস্টার বিরতি বা সপ্তাহান্তের ছুটির দিনগুলো মিলিয়ে সর্বাধিক ২০ ঘন্টা খণ্ডকালীন কাজ করার অনুমতি দেয়া হয়। এর সঙ্গে অবশ্য তাদের স্টুডেন্ট পাসের বৈধতার সময়ও জড়িত। খন্ডকালীর কাজের জন্যও শিক্ষার্থীদের নিবিড়ভাবে সহায়তা করে আসছে ইউনাইচ এডুকেশন মালেশিয়া। 

পার্ট-টাইম কাজের জন্য আবেদনগুলো অবশ্যই শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে করতে হয়। তবে উত্তম হল ক্যাম্পাসেই কাজ খোঁজার চেষ্টা করা। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, ক্যাফে বা অফিসের অভ্যর্থনা প্রায়ই বিভিন্ন কাজের সুযোগ দেয়, যেখানে পড়াশোনার পাশাপাশি চাকরি করতে বেশ সুবিধা হয়।

স্কলারশিপের সুবিধা
স্কলারশিপ প্রাপ্তির ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়তা করে ইউনাইচ এডুকেশন মালয়েশিয়া। মালয়েশিয়ার বাইরে থেকে আসা শিক্ষার্থীদের পড়াশোনার খরচ পুষিয়ে নেয়া জন্য আছে ঋণ, টিউশন ফি মওকুফ, শিক্ষা তহবিল, বার্সারি এবং অনুদানের ব্যবস্থা। জনপ্রিয় স্কলারশিপগুলোর মধ্যে মালয়েশিয়া সরকারি স্কলারশিপ, মালয়েশিয়া কমনওয়েলথ স্কলারশিপ, ফেলোশিপ প্ল্যান এবং মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল স্কলারশিপ অন্যতম।

তাছাড়া অনেক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নিজস্ব বৃত্তি, অনুদান এবং টিউশন মওকুফের কার্যক্রম চালু আছে।

মালয়েশিয়ায় পড়াশোনা শেষে চাকরির সুযোগ
মালয়েশিয়ার বাংলাদেশি শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য নিয়োগকর্তা কর্মচারির পক্ষ থেকে তার ওয়ার্ক পারমিটের যাবতীয় দায়িত্ব গ্রহণ করেন ইউনাইচ এডুকেশন মালয়েশিয়া। এটি ইমপ্লয়মেন্ট পাস নামেও পরিচিত, যার মেয়াদ থাকে সর্বনিম্ন ২ বছর এবং সর্বোচ্চ ৫ বছর। এছাড়া ওয়ার্ক পারমিটের আবেদনের সময় পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ১৮ মাস থাকা বাঞ্ছনীয়।

আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন :
 • 𝗨𝗻𝗶𝗰𝗲 𝗘𝗱𝘂𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 𝗠𝗮𝗹𝗮𝘆𝘀𝗶𝗮
𝗗𝗵𝗮𝗸𝗮 𝗼𝗳𝗳𝗶𝗰𝗲 : House - 3, Flat - B, Level - 5, (Lift - 5).
Road 15, Sector - 1, Uttara Dhaka - 1230.
𝗛𝗽 : +601125518636 ; +60199257901 ; +88 01737 979806 ; +88 01910 968186

 

আরো দেখুন:

উচ্চ শিক্ষায় মালয়েশিয়া • 𝗦𝘁𝘂𝗱𝘆 𝗶𝗻 𝗠𝗮𝗹𝗮𝘆𝘀𝗶𝗮

 

প্রতিষিদ্ধ/এমএম