২০২২-২৩ অর্থ বছরে ব্যাংকিং খাতে শীর্ষ করদাতা হিসেবে সম্মাননা পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব) আবু হেনা মুহাম্মদ রহমাতুল মুনিম ২০ ডিসেম্বর ২০২৩ বঙ্গবন্ধু আনÍর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় ট্যাক্স কার্ড ও সেরা করদাতা সম্মাননা-২০২৩ প্রদান অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা এবং উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ আকিজ উদ্দীনের নিকট ক্রেস্ট ও সনদপত্র হস্তান্তর করেন।
অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ মোহাম্মদ আবু দাউদ ও ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিএফও মোঃ ফরিদ উদ্দীন এফসিএসহ অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড ও বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
আরো দেখুন:
ইসলামী ব্যাংকেকে রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রদান করলো নিউ ইয়র্ক আইএনসি
প্রতিষিদ্ধ/ওএফ/এসএস