রবিবার, জানুয়ারী ১৯, ২০২৫
মাহফুজা বিউটির ‌‌‘নারী জীবনের গল্পকথা ’ শীর্ষক ৭ দিন ব্যাপী একক চিত্র প্রদর্শনী
১৮ মে শনিবার ২০২৪ সন্ধ্যা ৬ টায় রাজধানীর ধানমন্ডির সফিউদ্দিন শিল্পালয়ে উদ্বোধন হতে যাচ্ছে শিল্পী মাহফুজা বিউটির ৭ দিন ব্যাপী একক চিত্র প্রদর্শনী ‘নারী জীবনের গল্পকথা’ (‘Women's Journey Through Life’)।

মাহফুজা বিউটির ‌‌‘নারী জীবনের গল্পকথা ’ শীর্ষক ৭ দিন ব্যাপী একক চিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময় : May 17, 2024 | ঢাকা

১৮ মে শনিবার ২০২৪ সন্ধ্যা ৬ টায় রাজধানীর ধানমন্ডির সফিউদ্দিন শিল্পালয়ে উদ্বোধন হতে যাচ্ছে শিল্পী মাহফুজা বিউটির ৭ দিন ব্যাপী একক চিত্র প্রদর্শনী ‘নারী জীবনের গল্পকথা’ (‘Women's Journey Through Life’)।

প্রদর্শনী ২৪মে, ২০২৪ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮ টা পর্যন্ত শিল্পী, শিল্পানুরাগী ও দর্শকদের জন্য খোলা থাকবে।
 
শিল্পী মাহফুজা বিউটি বিভিন্ন দেশে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন এবং কানাডিয়ান শিক্ষা প্রতিষ্ঠান ফোরাম আর্ট ইন্সটিটিউটে ( উইনিপেগ,  ম্যনিটোবা প্রভিন্সে) ভিজিটিং আর্টিস্ট হিসেবে শিক্ষকতা করছেন। পশ্চিমা শিল্পীদের সৃষ্টিশীল শিল্পকর্মের বহুমাত্রিক রংয়ের ব্যবহার আর অসাধারণ রিয়েলিস্টিক ছবি দেখে দেখে নিজের দেশের ঐতিহ্যকে নিজের শিল্পকর্মে তুলে ধরার চিন্তা করেন । বাংলাদেশের লোকশিল্পের নান্দনিকতা ও  উৎকর্ষতায় নারীদের  ব্যাপক অবদান রয়েছে। এই ধারণা থেকেই শিল্পী বাংলাদেশের নারীদের হাতে তৈরি আলপনা আর নকশিকাঁথার কারুকার্য নিয়ে সৃষ্টিশীল কাজ করা শুরু করেন। কারণ ঐতিহ্যগতভাবে,আলপনা শিল্পী এবং নকশিকাঁথা উভয়ই বাংলাদেশের লোকশিল্পের সবচেয়ে আকর্ষণীয় রূপ। অবহেলিত এই লোকশিল্পের নারী শিল্পীদের শিল্পকর্মের আধুনিকীকরণে ২০২০ সালের মাঝামাঝি থেকে তিনি দেশীয় ধারার ফোক মোটিফ নিয়ে কাজের শুরু করেন। এই নিয়ে  তার অনেক কাজ বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শিত হয়েছে এবং সমাদৃত হয়েছে। তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। তার বাবা দেশের জন্য যুদ্ধ করেছিলেন আর  একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি তার এই শিল্পকর্মের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশকে আরও পরিচিত করাতে চান।

প্রতিষিদ্ধ/এসএম