ময়মনসিংহ, বরিশাল, সিলেট ও রংপুর জোনের‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করে ইসলামী ব্যাংক বাংলাদেশ।
ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন, ব্যাংকের পরিচালক মোঃ কামরুল হাসান এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী এবং মূল বিষয়ের উপর বক্তব্য উপস্থাপন করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা।
ময়মনসিংহ জোনপ্রধান ও ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আনিসুলের হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোনপ্রধান মোঃ আব্দুস সোবহান। অনুষ্ঠনে জোনসমূহের অধীন বিভিন্ন শাখার নির্বাহী ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।