রবিবার, মে ১৯, ২০২৪
যাকাত প্রদান করে আমারা সম্পদে পরিশুদ্ধতা আনতে পারি
দিদারুল আলম মজুমদার

যাকাত প্রদান করে আমারা সম্পদে পরিশুদ্ধতা আনতে পারি

দিদারুল আলম মজুমদার
প্রকাশের সময় : April 12, 2022 | গণমানুষের কথা

একজন মুসলিম উদ্যোক্তা তার উদ্যোগে পরিচ্ছন্নতা আনয়নের জন্য তার ব্যবসায়ের হিসাব ও ব্যক্তিগত হিসাব চন্দ্র বছরে করতে পারাটাই উত্তম। তখন প্রতি রমজান মাসে হিসাব করে জাকাত আদায় করার সুযোগ থাকে। এতে হিসাব হবে গত পূর্ণ এক বছর যে টাকা ব্যবসায় ব্যবহার হয়েছে তার ৪০ ভাগের ১ ভাগ বা ২.৫% জাকাত হিসেবে আল্লাহর নির্দেশিত ৮ টি খাতে প্রদান করতে হবে। কোম্পানির হিসাব গুলো প্রতি অর্থবছরের জুলাই থেকে জুন হওয়ার দরুন চন্দ্র বছরে শেষ করতে না পারলে সৌর বছর হিসেবে ২.৫৭৭% জাকাত প্রদান করা ফরজ। জাকাত শব্দের অর্থ পরিশুদ্ধতা আনয়ন। আপনার অর্থের মধ্যে গরীব অসহায় মানুষের অধিকার রয়েছে বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণার আলোকে হিসাব করে বছরের যে কোন সময়ে যাকাত প্রদান করে আমার সম্পদে পরিশুদ্ধতা আনয়ন করতে পারি। আর এই পরিশুদ্ধতার মধ্য দিয়ে সম্পদের কমতি হয়না বরং সম্পদ বৃদ্ধি পায়।