রবিবার, মে ১৯, ২০২৪
বাংলাদেশের মানুষ এখনো করোনার ভয়াবহতা বুঝতে পারছে না
এম আর ফারজানা

বাংলাদেশের মানুষ এখনো করোনার ভয়াবহতা বুঝতে পারছে না

এম আর ফারজানা
প্রকাশের সময় : July 15, 2021 | গণমানুষের কথা

দালালরা হাসপাতালে রোগী  এনে দিতে পারলেই ২০ হাজার টাকা

আমেরিকার মত দেশ কাবু হয়ে গিয়েছিল করোনার থাবায়। শেষ পর্যন্ত অবস্থা এমন হয়েছিল যে যাদের বয়স বেশী সেইসব রোগীরা তাদের পরিবারের বয়সে ছোট এমন কোনায় আক্রান্ত  রোগীদের বাঁচাতে বলেছিল ডাক্তারদের । এই নিউ জার্সিতে একি পরিবারের চারজন মারা গিয়েছিল, একজন এখন বেঁচে আছে কারন তাকে বাঁচিয়ে দেয়া হয়েছে অক্সিজেন দিয়ে। অক্সিজিনের ও অভাব দেখা দিয়েছিল এত বেশী। এগুলো আমার নিজের চোখে দেখা। এই ফেসবুকে মনে হয় করোনা ভাইরাস নিয়ে সতর্কতামুলক পোস্ট আমি অগণিত দিয়েছি। উদ্দেশ্য ছিল একটাই  সচেতন করা । কারন আমরা বুঝি হারানোর পর। 
বাংলাদেশের মানুষ এখনো করোনার ভয়াবহতা বুঝতে পারছে না । এতদিন শহরে ছিল এখন গ্রামে পৌছে গেছে। আমাদের কুমিল্লাতেই দেখলাম অনেক পরিচিতজনের মৃত্যু। 
এখনো সময় আছে মাস্ক পরেন। ডবল মাস্ক পরেন। বিশ্বাস করেন ভ্যাক্সিন আপনার কাছে পৌছাতে পৌছাতে এই মাস্ক আপনাকে সুরক্ষা দিবে। মনে করুন এটাই আপনার ভ্যাক্সিন। 
আর যারা এখন বলছেন সরকার ভ্যাক্সিন আনতে পারেনি। 
বলতেন দেশে ভাইরাস আসবেনা। মুসলমানের ভাইরাস হবে না। ইহুদিদের বানানো ভ্যাক্সিন নিবেন না।  আরো কত কি । শহরের মানুষের হলে ও গ্রামের মানুষের হবে না।  আমার ১ বছর আগের করোনাভাইরাসের পোস্টগুলো দেখলে সেখানে অনেকের এমন কমেন্ট ছিল খুজলে দেখা যাবে। যাই হোক এসব আলাপ না করে বরং এইটুকু বলি আপনার পরিবারের কেউ হারিয়ে গেলে তাকে আর ফিরে পাবেন না। ভাইরাস তার রুপ বদল করে আগের থেকে এখন আরো শক্তিশালী হয়েছে  বলা যায়। আগে অনেকদিন পর্যন্ত একজন করোনা রোগী বেঁচে থেকে ধুকে ধুকে মরত। এখন ভাইরাসে আক্রান্ত হয় এমনভাবে এটাক করে যে ডাক্তারদের ও করার কিছু থাকে না। খুব দ্রুতই ভাইরাস কাবু করে ফেলে। না আমি ভয় দেখাচ্ছিনা বাস্তবতা তুলে ধরছি যাতে আপনি সচেতন হোন। সচেতনতাই আপনাকে বাঁচিয়ে দিতে পারে ভাইরাস থেকে। 
আর ভ্যাক্সিন দেশে আগে ডাক্তার নার্সদের দেয়ার দাবী জানাই। কারন তারা সুস্থ থাকলে না রোগীদের সেবা দিতে পারবে। 
পরিশেষ অনুরোধ রোগী নিয়ে ব্যবসা করবেন না। আজ একটা নিউজ দেখলাম যেখানে দালালরা হাসপাতালে রোগী  এনে দিতে পারলেই ২০ হাজার টাকা। মানুষের জীবন নিয়ে খেলবেন না। এমন অবস্থা আপনার পরিবারের মানুষের সাথে ও অন্য কেউ করতে পারে। একটা বিষয় মাথায় রাখবেন আজ আপনি যে অন্যায়টা করবেন কাল সেটা আপনার দিকেই ফিরে আসবে । শুধু সময়ের এদিক-ওদিক মাত্র।