বেসরকাররি সেবা ভিত্তিক প্রতিষ্ঠান ঘাসফুলের চট্টগ্রাম প্রধান কার্যালয়ের উপপরিচালক মফিজুর রহমান দীর্ঘ ২৯ বৎসরের বর্ণাঢ্য কর্মজীবনের পরিসমাপ্তি করে ২৪ নভেম্বর অবসর গ্রহণ করেন।
তিনি ১৯৯৪ সালের ১০মার্চ ঘাসফুলে যোগদান করেন। দীর্ঘ কর্মময় জীবনে তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার তাঁকে বিদায়ী সম্মাননা প্রদান হয়। এ সময় উপস্থিত সহকর্মীগণ তাঁর আনন্দময় জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন।
সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার পরিচালক ফরিদুর রহমান, উপপরিচালক মারুফুল করিম চৌধুরী, জয়ন্ত কুমার বসু, সহকারী পরিচালক শামসুল হক, খালেদা আক্তার ও কে. জি. এম. রাব্বানী বসুনিয়া প্রমুখ।
প্রতিষিদ্ধ/এমএ