মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
ইশরাকের বাসায় পুলিশি অভিযান
ইঞ্জিনিয়ার  ইশরাক হোসেন

ইশরাকের বাসায় পুলিশি অভিযান

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : December 12, 2022 | রাজনীতি

১২ ডিসেম্বর সোমবার দিবাগত রাত ২টার দিকে বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার  ইশরাক হোসেনের বাসায় পুলিশ অভিযান চালায়। তবে তখন ইশরাক হোসেন বাসায় নেই বলে জানা গেছে। 

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং অফিসার শামসুদ্দীন দিদার ও ইশরাকের ব্যক্তিগত সহকারী সুজন মাহমুদ গভীর রাতে তার বাসায় অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন । ১২ ডিসেম্বর সোমবার ইশরাককে প্রধান আসামি করে রাজধানীর যাত্রাবাড়ি থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

এর আগে গত ৫ ডিসেম্বর মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী।