দেশের পেশাজীবীদের অন্যতম প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর জনসংযোগ কর্মকর্তা হিসেবে স্থায়ীভাবে নিয়োগ পেয়েছেন সাইফুল ইসলাম তালুকদার। তাকে আইইবির ৭৪৭ তম নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুয়ায়ী সরকারের চাকরি বিধিমালা অনুযায়ী ৯ম গ্রেডে স্থায়ী করা হয়।
ব্যক্তিজীবনে সাইফুল ইসলাম তালুকদার বিভিন্ন সামাজিক ও উন্নয়মূলক কাজের সঙ্গে যুক্ত আছেন। তিনি বাংলাদেশ রোভার স্কাউটের আজীবন সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার্ড গ্র্যাজুয়েট সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।