আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। অনুষ্ঠানে ২০২২ সালে জেলায় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী ব্যাংকের স্বীকৃতি লাভ করেছে ইসলামী ব্যাংকের চুয়াডাঙ্গা শাখা।
আরো পড়ৃন: ৩ ব্যাংকের অনিয়মের নেপথ্যে যত কথা
১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা শাখা প্রধান মোঃ কামরুজ্জামানের নিকট সম্মাননা স্মারক হস্তান্তর করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম খান। এসময় জেলা প্রশাসকের কার্যালয় ও ইসলামী ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিষিদ্ধ/ ওএফএ/ এসএম