শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
স্ত্রী বাবার বাড়ি থেকে ফিরে দেখেন ঝুলছে স্বামীর লাশ
স্ত্রী বাবার বাড়ি থেকে ফিরে দেখেন ঝুলছে স্বামীর লাশ। প্রতীকী ছবি

স্ত্রী বাবার বাড়ি থেকে ফিরে দেখেন ঝুলছে স্বামীর লাশ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশের সময় : March 14, 2023 | দুর্ঘটনা

স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়ি চলে যাওয়ার কয়েক দিন পর স্বামীর বাড়িতে ফিরে আসিফ হোসেন টুটুল (২১) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ দেখতে পান স্ত্রী।

রোববার (৭ মার্চ) সন্ধ্যায় গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, আট মাস আগে টুটুল একই এলাকার জ্যোতির (১৭) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়। পরে তারা বিয়ে করেন। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে কলহ দেখা দেয়। আর এ কলহের জেরে গত কয়েক দিন আগে স্ত্রী জ্যোতি তার বাবার বাড়িতে চলে যান।

১২ মার্চ সন্ধ্যায় ফের স্বামীর বাড়িতে ফিরে আসেন জ্যোতি। পরে ঘরের দরজা বন্ধ পেয়ে আশপাশের লোকজনদের ডাকে জ্যোতি। লোকজন এসে তারা দরজা ভেঙে ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো টুটুলের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন। টুটুল টঙ্গীর এরশাদনগর ১নং ব্লক এলাকার বাবুল হোসেনের ছেলে। সে রাজধানীর উত্তরা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

১২ মার্চ রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী পূর্ব থানার এসআই সাফায়েত হোসেন লাশটি উদ্ধার করে পাঠান গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম।