দেশের চলমান পরিস্থিতিতে আর্থিক অভাব ও নিত্যপণ্যের উচ্চমূল্যের ভূক্তভোগী রোজাদারদের মাঝে রমজানব্যাপী গণ-ইফতার বিতরণ কর্মসূচি চালু রেখেছে আমার বাংলাদেশ পার্টি।
রমজান শুরুর আগেই দলটির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
পহেলা রমজান এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন বিজয়-৭১ চত্বরে বিকাল সাড়ে ৫টায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ও উর্দু বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আবু মুসা মো. আরিফ বিল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত আর্থিক সংকটে থাকা এক হাজার রোজাদারের মাঝে রান্না করা উন্নতমানের খাবার পরিবেশনের উদ্যোগ নিয়েছি। যারা কষ্টে আছেন, তারা বিনা সংকোচে প্রতিদিন বিকালে আমাদের অফিসে চলে আসবেন, আমাদের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক দাওয়াত। আমরা সুশৃঙ্খলভাবে তাদের ইফতার পরিবেশনের চেষ্টা করব ইনশাআল্লাহ।