বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুল ১০ জুন, শনিবার চট্টগ্রাম নগরীর অনন্যা আবাসিক এলাকার নিকটস্থ ওয়াজেদীয়াতে এবং হাটহাজারী উপজেলার গুমান মর্দ্দন ইউনিয়নে বৃক্ষরোপন কার্যক্রম শুরু করে।
সামাজিক বনায়ন কর্মসূচির সংক্রান্ত ঘাসফুলের এই কার্যক্রম আগামী দুই মাস ব্যাপি চলমান থাকবে। উল্লেখ্য ঘাসফুল সামাজিক বনায়ন কর্মসূচীর আওতায় ২০০১ সাল থেকে পটিয়া, আনোয়ারা, হাটহাজারী, মীরসরাই এবং চট্টগ্রাম নগরীর পতেঙ্গা, কাটগড়, বৃহত্তর হালিশহর, পাহাড়তলী, মাদারবাড়ী, কাট্টলীসহ ৪১টি ওয়ার্ডে অবস্থিত বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, মক্তব, মন্দির, ক্লাবসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে প্রতিবছর বৃক্ষরোপন কার্যক্রম অব্যাহত রেখেছে।
এবারের বনায়ন কার্যক্রমে অংশ নেন সংস্থার মাইক্রেফিন্যান্স বিভাগের সহকারি পরিচালক শামসুল হক, প্রশাসন বিভাগের বিভাগের ব্যবস্থাপক সৈয়দ মামুনুর রশীদ, এরিয়া ম্যানেজার নাজমুল হাসান পাটোয়ারী, শাখা ব্যবস্থাপক মশলিউর রহমান, কর্মকর্তা আবদুর রহমান, সমৃদ্ধি-গুমান মর্দ্দন এর সমন্বয়কারী মো: রিদোয়ান, কর্মকর্তা পাভেল তালুকদার, রুমেল মুৎসুদ্দী, অনিক বড়ুয়া, তানজিনা নাজনীন প্রমুখ।