শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
সনি'র  আনুষ্ঠানিক বিপনন প্রতিনিধি হলো 'স্মার্ট টেকনোলোজি'
সনি'র ডিস্টিবিউটর 'স্মার্ট টেকনোলোজি'

সনি'র আনুষ্ঠানিক বিপনন প্রতিনিধি হলো 'স্মার্ট টেকনোলোজি'

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : November 27, 2021 | আমদানি

জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী কোম্পানি সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা এখন থেকে অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলোজি (বিডি) সরবরাহ করবে। শুক্রবার সোনারগাঁও হোটেলে আয়োজিত  সংবাদ সম্মেলনে স্মার্ট টেকনোলোজি (বিডি) লিঃ-কে বাংলাদেশে সনি’র নতুন অফিসিয়াল ডিস্ট্রিবিউটর (প্রাতিষ্ঠানিক পরিবেশক) ঘোষণা করেন সনি কর্পোরেশন দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট আতসুশি এন্দো।

অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার।

এন্দো বলেন, “আমি আনুষ্ঠানিকভাবে স্মার্ট টেকনোলজিসকে বাংলাদেশে আমাদের ব্যবসার অংশীদার হিসাবে ঘোষণা করছি। স্মার্ট টেকনোলজি বাংলাদেশে বিশ্বের ৮৫টি ব্রান্ডের পণ্যের বিপণনের সঙ্গে ‍যুক্ত।

স্মার্ট টেকনলজিস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম বলেন, আমরা ২২ বছর ধরে বাজারে আছি। সনির মত একটা কোম্পানির সঙ্গে একসাথে চলার সুযোগ পেয়ে আমরা খুবই অভিভূত।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ভবিষ্যতে সনিকে বাংলাদেশে উৎপাদনকেন্দ্র স্থাপন করে ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানান। তিনি বলেন, “সনির উচিত এই দেশে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ নিয়ে নতুন ম্যানুফ্যাকচারিং কেন্দ্র স্থাপন করা। এখানে নতুন শিল্প স্থাপন করে উৎপাদন বাড়ানোর ভালো সুযোগ রয়েছে। 

মোস্তাফা জব্বার বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে স্মার্ট টেকনোলোজি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, আমি সনি কর্পোরেশনের এই উদ্যোগকে আন্তরিক অভিনন্দন জানাই।

রিজিওনাল মার্কেট ডেভেলপমেন্ট কোম্পানি, সনি সাউথ-ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট আতসুশি এন্দো বলেন, সমস্ত স্বনামধন্য গ্লোবাল ব্র্যান্ডের জন্য বাংলাদেশের আইসিটি সেক্টরে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য স্মার্ট টেকনোলজি বাংলাদেশে সনি'র কনজিউমার ইলেক্ট্রনিক্সেরও নেতৃত্ব দেবে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সনি ইন্টারন্যাশনাল লি.-এর বাংলাদেশ শাখার এবং স্মার্ট টেকনোলোজি (বিডি) লি. -এর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।


পূর্বের সংবাদ
পরের সংবাদ