সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
বাপার জ্বালানী, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিষয়ক বার্ষিক সম্মেলন
বাপার জ্বালানী, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিষয়ক বার্ষিক সম্মেলন

বাপার জ্বালানী, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিষয়ক বার্ষিক সম্মেলন

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : December 17, 2021 | বাংলাদেশ

সম্মেলন আয়োজনের জন্য ১১টি উপ-কমটি গঠিত হয়েছে বলে জানান সম্মেলন প্রস্তুতি কমিটি’র সদস্য সচিব ও বাপা’ার সাধারণ সম্পাদক শরীফ জামিল। 

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) এর যৌথ উদ্যোগে ১৭ ডিসেম্বর শুক্রবার, সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সাগর-রুনি মিলনায়তনে “জ্বালানী, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন” বিষয়ক বাপা-বেন বার্ষিক সম্মেলন ২০২২ সম্পর্কে অবহিত করণ ও সংশ্লিষ্ট তথ্যাদি প্রদান উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটি ও বাপা’র সভাপতি, সুলতানা কামাল এর সভাপতিত্বে এবং সম্মেলন প্রস্তুতি কমিটি’র  সদস্য সচিব ও বাপা’র সাধারণ সম্পাদক শরীফ জামিল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্তজালে যুক্ত হয়ে সম্মেলনের মূল বক্তব্য প্রদান করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সহ-সভাপতি ও বেনের প্রতিষ্ঠাতা ড. নজরুল ইসলাম। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখেন বাপার সহ-সভাপতি ও সম্মেলনের কারিগরি অধিবেশন উপ-কমিটির সহযোগী সভাপতি অধ্যাপক এম ফিরোজ আহমেদ এবং ড. আহমেদ বদরুজ্জামান। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য, শারমীন মুরশিদ ও খন্দকার গোলাম মোয়াজ্জেম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মাহমুদুর রহমান; এম.এস সিদ্দিকী; ইবনুল সাঈদ রানা; রাওমান স্মিতা ও দেওয়ান নূরতাজ আলম প্রমুখ। 
 

সম্মেলন আয়োজনের জন্য ১১টি উপ-কমটি গঠিত হয়েছে বলে জানান সম্মেলন প্রস্তুতি কমিটি’র সদস্য সচিব ও বাপা’ার সাধারণ সম্পাদক শরীফ জামিল। 


উল্লেখ্য যে, আগামী ২০২২ সালের ১১-১২ ফেব্রুয়ারী তারিখে ঢাকার স্টামফোর্ড বিশ^বিদ্যালয় বাংলাদেশ ও অর্ন্তজালে বাপা ও বেন এর যৌথ উদ্যোগে জ্বালানী, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন” বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলন থেকে উক্ত সম্মেলনের লক্ষ্য, উদ্দেশ্যসহ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।