রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
এনএলআই কল সেন্টারের বর্ষপূর্তি উৎযাপন
এনএলআই কল সেন্টারের বর্ষপূর্তিতে আনন্দঘন পরিবেশে কেক কাটার আয়োজন

এনএলআই কল সেন্টারের বর্ষপূর্তি উৎযাপন

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : January 26, 2022 | বাংলাদেশ

মানব সভ্যতার ইতিহাস বলে, আধিকাল থেকে আজকের যে সভ্যতা তাতে নারী-পুরুষের সমান অবদান রয়েছে।নারী-পুরুষের সম্মিলিত কর্মপ্রচেষ্টায় সভ্যতা সূচিত হয়েছে। সভ্যতা বিনির্মাণে কারো অবদান কম নয়। এই নারী-পুরুষের সম্মিলিত কর্মপ্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে বেসরকারী খাতে প্রতিষ্ঠিত দেশের প্রথম ও শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী।অত্যাধুনিক গ্রাহক সেবার লক্ষ্যে প্রতিষ্ঠিত দক্ষ ও প্রশিক্ষিত নারী টিম কর্তৃক পরিচালিত এনএলআই কল সেন্টারের বর্ষপূর্তি ছিল ২৫ জানুয়ারী । ২০২১ সালের এই দিনে কোম্পানীর সুযোগ্য ও বিচক্ষণ মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন কোম্পানীর সম্মানিত চেয়ারম্যান মোরশেদ আলম এমপি মহোদয়ের নির্দেশনায় এ কল সেন্টার স্থাপন করেন এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন শাখায় কর্মরত চৌকষ নারী কর্মীদেরকে এর দায়িত্বে নিয়োজিত করেন।

 চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এমপি তখন এ কল সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন।প্রথম র্ষপূর্তিতে আনন্দঘন পরিবেশে কেক কাটা ও নানা খাবারের আয়োজন করে দায়িত্বে নিয়োজিত নারী টিমটি।বর্ষপূর্তির কেক কাটেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন।এ সময় কোম্পানীর ডিএমডি মোঃ খসরু চৌধুরী, সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, ইভিপি মোঃ বাহার উদ্দিন মজুমদার, কেন্দ্রীয় তাকাফুল সমন্বয়কারী জিএম হেলাল উদ্দিনসহ প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।


পূর্বের সংবাদ
পরের সংবাদ