শুক্রবার, মে ৩, ২০২৪
 ট্রেনে  ছিনতাই করে পালানোর সময় ৪ নারী আটক 
 ট্রেনে  ছিনতাই করে পালানোর সময় ৪ নারী আটক 

 ট্রেনে  ছিনতাই করে পালানোর সময় ৪ নারী আটক 

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : March 08, 2022 | অপরাধ

পূর্বাঞ্চল রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হয়ে চলাচলকারী আন্তঃনগর ট্রেনে ছিনতাইকারী চক্রের ৪ নারী ছিনতাইকারীকে আটক করেছে ট্রেনের যাত্রীরা। মঙ্গলবার সকালে আন্তঃনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে এক নারী ট্রেনযাত্রীর গলার সোনার চেইন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। আটককৃত ছিনতাইকারী দলের সদস্যরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার উচাইল (কাচারআটি) গ্রামের সাফিয়া বেগম, একই এলাকার রেজিয়া, নাসিমা এবং ওই এলাকার বাসিন্দা জোৎস্না আক্তার।

ট্রেনের যাত্রীরা জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রাম অভিমুখী আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেন সাড়ে ১০টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতি দেয়। এ সময় এক যাত্রী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় ৫-৭ জন নারী ভিড় সৃষ্টি করে ওই ট্রেন যাত্রীকে ঘিরে রেখে তার গলার সোনার চেইন ছিনিয়ে নেয়। এ ঘটনায় ট্রেনে থাকা অন্যান্য যাত্রীদের সহযোগিতায় ওই নারী ছিনতাইকারী সংঘবদ্ধ চক্রটির ৪ ছিনতাইকারীকে আটক করে। পরে তাদেরকে আখাউড়া রেলওয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মাজহারুল করিম জানান, আটককৃতরা পূর্বাঞ্চল রেলপথের ট্রেনে ছিনতাই চক্রের চিহ্নিত সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় একাধিক ছিনতাই ও পকেটমার মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


পূর্বের সংবাদ
পরের সংবাদ