বৃহস্পতিবার, মে ২, ২০২৪
চা বেতনের টাকায় কিনে পান করতে হবে’
চা বেতনের টাকায় কিনে পান করতে হবে’

চা বেতনের টাকায় কিনে পান করতে হবে’

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : March 30, 2022 | গণযোগাযোগ ও গণতন্ত্র

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. মোজাম্মেল হক খান বলেন, ‘অফিসের একটি টাকাও ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা যাবে না, চা পান করলেও সেটাও নিজের বেতনের টাকা দিয়ে কিনে পান করতে হবে। সরকারের প্রতিটি বরাদ্দ জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে হবে।’ বুধবার (৩০ মার্চ) সকাল ১০টায় মাদারীপুর শহরের শকুনি লেক পাড়ে অবস্থিত সমন্বিত সরকারি অফিস ভবনে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত মাদারীপুর জেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনের পর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।জাপানে কোনো দুর্নীতি দমন কমিশন নেই উদাহরণ দিয়ে তিনি বলেন, জাপানের মানুষ জানেই না দুর্নীতি বা ঘুষ কী জিনিস। সে জন্য সেখানে দুর্নীতি দমন কমিশন নেই। বাংলাদেশের প্রতিটি স্তরে নানা রকম অনিয়ম হচ্ছে। এসব কারণেই এত টাকা বরাদ্দের পরও দেশে এখনো নানা সংকট রয়ে গেছে। সবাইকে সাবধান থাকতে হবে। কারণ, দুর্নীতি দমন আইন মামলায় পড়লে ১০ বছরেও তার নিষ্পত্তি হয় না। ড. মোজাম্মেল হক খান আরও বলেন, মাদারীপুরে এখন অনেক বড় বড় প্রকল্প হচ্ছে। পদ্মা সেতু হওয়ার পর পুরো জেলার চিত্রই পাল্টে যাবে। সরকার কোটি কোটি টাকা এখানে বরাদ্দ দিচ্ছে। তাই এখানে একটি আঞ্চলিক কার্যালয় জরুরি হয়ে পড়েছিল। মাদারীপুরে দুদকের কার্যক্রম যেন দুর্নীতিবাজদের জন্য আতঙ্কের কারণ হয়ে ওঠে।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দুদক ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আক্তার হোসেন, দুদক মহাপরিচালক (আইসিটি ও প্রশিক্ষণ) এ কে এম সোহেল, দুদক ঢাকার মহাপরিচালক (তদন্ত-১) মো. রেজানুর রহমান, শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল ও শরীয়তপুরের পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান। প্রসঙ্গত, শরীয়তপুর ও মাদারীপুর জেলার দুদক কার্যক্রম চলবে এই সমন্বিত জেলা কার্যালয় থেকে। মাদারীপুর শহরের লেকের পাড়ে অবস্থিত সমন্বিত সরকারি অফিস ভবনের ১০ তলায় স্থাপন করা হয়েছে এ কার্যালয়।