রবিবার, মে ১৯, ২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি স্বাক্ষর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি স্বাক্ষর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : April 09, 2022 | শিক্ষাঙ্গন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা চুক্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ ও উপাচার্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. আবুল খায়ের স্বাক্ষর করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অফিসে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এ চুক্তির আওতায় হামদর্দ বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দ্বিপাক্ষিক শিক্ষা, গবেষণা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পাবেন ।

উল্লেখ্য, ২০১২ সালের ১৪ই মার্চ স্বাস্থ্য ও শিক্ষাখাতের কিংবদন্তি উদ্যোক্তা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রতিষ্ঠা করেন।