শনিবার, মে ৪, ২০২৪
ঢাকা দক্ষিণের মেয়রের সঙ্গে বিআইপি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা দক্ষিণের মেয়রের সঙ্গে বিআইপি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা দক্ষিণের মেয়রের সঙ্গে বিআইপি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : May 14, 2022 | ঢাকা

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বি.আই.পি.)’র ১৫তম কার্যনির্বাহী পরিষদের একটি প্রতিনিধিদল ১২ মে তারিখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস মহোদয়ের সাথে একটি সৌজন্য সাক্ষাত করেন। বি.আই.পি.’র সভাপতি পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমন এর নেতৃত্বে ইনস্টিটিউট সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান, সহ-সভাপতি ২, পরিকল্পনাবিদ ড. শফিক-উর-রহমান এবং কোষাধ্যক্ষ পরিকল্পনাবিদ ড. মুঃ মোসলেহ উদ্দীন হাসান বি.আই.পি.’র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বি.আই.পি.)’র পক্ষ থেকে বিশাল জনবসতিপূর্ণ এই মহানগরীর বিদ্যমান সমস্যাসমূহের পরিকল্পিত ও টেকসই সমাধান এবং পরিকল্পিত ও সুষম উন্নয়ন বাস্তবায়নে পরিকল্পনার অনুশীলন অধিকতর গতিশীল ও আধুনিকায়নের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর গৃহীত পদক্ষেপ সমূহের জন্য মাননীয় মেয়র মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

এছাড়াও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর মধ্যে পারস্পরিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা, সমঝোতা স্মারক স্বাক্ষর, পরিকল্পনাবিদদের কর্মসংস্থান এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঢাকা দক্ষিণ মহানগরীর পরিকল্পিত নগরায়ন ও সুষম উন্নয়ন এর উপর কাজ করার বিষয়ে আলোচনা হয়।