শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
বিপিজিএমইএ এর উদ্যোগে বাজেট ওয়ার্কশপ
বিপিজিএমইএ

বিপিজিএমইএ এর উদ্যোগে বাজেট ওয়ার্কশপ

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : June 27, 2022 | বাজেট

বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানীকারক এসোসিয়েশন (বিপিজিএমইএ) এর উদ্যোগে ২৭ জুন সোমবার সকাল ১১.৩০ ঘটিকায় বিপিজিএমইএ’র পল্টনস্থ অফিসে “Workshop on Budget 2022-2023”  আয়োজন করা হয়।  
এফবিসিসিআই উপদেষ্টা (চার্টার্ড একাউন্টেন্টস) জনাব স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ, এসিএ (আইসিএইডাব্লিউ) উক্ত ওয়ার্কশপে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন। বিপিজিএমইএ সভাপতি  সামিম আহমেদ ওয়ার্কশপে সভাপতিত্ব করেন এবং প্লাস্টিক সেক্টরের প্রণীত বাজেটের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। 
বিপিজিএমইএ’র শীর্ষ নেতৃবৃন্দ, টয়েজ সহ অন্যান্য সাব সেক্টরের নেতৃবৃন্দ ওয়ার্কশপে অংশগ্রহন করেন। 
বিপিজিএমইএ থেকে সাবেক সভাপতি এ এস এম কামাল উদ্দিন, জনাব ফেরদৌস ওয়াহেদ, সিনিয়র সহ সভাপতি গিয়াসউদ্দিন আহমেদ, সহ সভাপতি  কে এম ইকবাল হোসেন, সহ সভাপতি  কাজী আনোয়ারুল হক, পরিচালক সর্ব মোঃ ইয়াকুব, নুর আলম বাচ্চু, এটিএম সাঈদুর রহমান বুলবুল, মোঃ শাহজাহান, আমান উল্লাহ, মোঃ আব্দুর রশীদ ভুঁইয়া, বিপিজিএমইএ’র বিভিন্ন সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ পিভিসি পাইপ এসোসিয়েশনের সভাপতি  আবুল খায়ের, বাংলাদেশ পেট ফ্লেক্স এসোসিয়েশনের সভাপতি  নাজমুল হাসান ওয়ার্কশপে অংশগ্রহন করেন। 
প্রস্তাবিত বাজেটে এসএমই প্রতিষ্ঠানের পুরুষ উদ্যোক্তাদের ক্ষেত্রে ৫০ লাখ টাকা এবং নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে ৭০ লাখ টাকা পর্যন্ত আয়করমুক্ত করা হয়েছে। এসএমই প্রতিষ্ঠানের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ছোট ইন্ডাষ্ট্রি/প্রতিষ্ঠানের শুরুতেই বাধাগ্রস্থ করলে তারা আর এগুতে পারবে না। কোভিডের কারণে অনেক ছোট প্রতিষ্ঠান ইন্ডাষ্ট্রি গুটিয়ে ফেলতে চায়। এসব প্রতিষ্ঠান লাভজনক প্রতিষ্ঠানের সাথে একীভুত হতে পারবে। এর মাধ্যমে ব্যবসা সচল রাখতে পারবে। স্টার্ট আপ ইন্ডাষ্ট্রি এর ক্ষেত্রে এনবিআর এর অনুমোদন নিতে হবে এবং টার্ণওভার ১০০ কোটি টাকা হতে হবে।  তিনি বলেন, সরকার ট্যাক্স/ভ্যাট আদায়ের জন্য টীম পাঠালে তাদেরকে সর্বতোভাবে সহায়তা করতে হবে। তিনি বলেন, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কোন অডিট করলে অন্য কোন প্রতিষ্ঠানের অডিটের আর প্রয়োজন হবে না। 
এছাড়া তিনি বিভিন্ন ক্ষেত্রে ট্যাক্স নেট বৃদ্ধি, সরকারের গৃহীত পদক্ষেপ এবং রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা ও প্রক্রিয়া সম্পর্কে ওয়ার্কশপে বক্তব্য তুলে ধরেন।