শুক্রবার, মে ৩, ২০২৪
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে বারভিডা প্রতিনিধি দলের মতবিনিময়
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে বারভিডা প্রতিনিধি দলের মতবিনিময়

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে বারভিডা প্রতিনিধি দলের মতবিনিময়

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : August 30, 2022 | ঢাকা

বারভিডা (বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ডডিলার্স এসোসিয়েশন) নেতৃবৃন্দ ২৯ আগস্ট বিকেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, এনপিপি, বিসিজিএমএস, এনডিসি, পিএসসিএর সাথে বন্দরের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হন। 
বারভিডা প্রেসিডেন্ট মোঃ হাবিবউল্লাহ ডন এর নেতৃত্বে প্রতিনিধিদলে এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্টবৃন্দ, উপদেষ্টাবৃন্দ এবং কার্যনির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যবসা পরিচালনা ব্যয় সম্প্রতি উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় বারভিডা নেতৃবৃন্দ বন্দরের ভাড়া হ্রাস করার জন্য বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে অনুরোধ জানান। এছাড়াও আমদানিকৃত গাড়িগুলোর যন্ত্রাংশ খোয়া যাওয়া প্রতিরোধে বন্দর প্রতিনিধি, স্টিভিডোরস এবং বারভিডা প্রতিনিধি বৃন্দের সমন্বয়ে ‘যৌথ ইনভেন্টরি’ কার্যক্রম শুরুর জন্য তারা বন্দর চেয়ারম্যানকে অনুরোধ জানান। এছাড়াও সভায় আমদানি কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বারভিডার প্রস্তাবগুলো ইতিবাচক ভাবে গ্রহণ করেন এবং যথাযথ প্রক্রিয়ায় এগুলি বাস্তবায়নের আশ^াস দেন।