শনিবার, মে ৪, ২০২৪
 হামদর্দের সঙ্গে রবি’র কর্পোরেট চুক্তি 
 হামদর্দের সঙ্গে রবি’র কর্পোরেট চুক্তি 

 হামদর্দের সঙ্গে রবি’র কর্পোরেট চুক্তি 

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : September 28, 2022 | ঢাকা

মোবাইল অপারেটর সেবাদাতা কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের কর্পোরেট চুক্তি সম্পন্ন হয়েছে। ২৮ সেপ্টেম্বর রাজধানীর বাংলামোটরে হামদর্দের নিজস্ব কার্যালয়ের কনফারেন্স কক্ষে চুক্তি সম্পাদন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া । 
রবি’র পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন নোবেল, ভাইস প্রেসিডেন্ট (কর্পোরেট বিজনেস) ফাহমিদুল হাসান, জেনারেল ম্যানেজার (কর্পোরেট বিজনেস) মো.জুলফিকার হায়দার চৌধুরী এবং কি একাউন্ট ম্যানেজার নুসরাত । এ সময় মো. আদিল হোসেন নোবেল হামদর্দের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে রবি আজিয়াটা লিমিটেড ও হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ বিভিন্ন কর্মকান্ড একসঙ্গে করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
চুক্তির বিভিন্ন বিষয় তুলে ধরেন হামদর্দ বাংলাদেশের পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম । 
এছাড়াও হামদর্দের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র পরিচালক অর্থ ও হিসাব মো. আনিসুল হক, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ অবসরপ্রাপ্ত লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী, পরিচালক মানব সম্পদ উন্নয়ন ডা. হাকীম নার্গিস মার্জান, পরিচালক ক্রয় হাকীম সাইফউদ্দিন মুরাদ । অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।