শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
বার্ষিক রির্পোটের মোড়ক উন্মোচন করলো সিএসআর সেন্টার
বার্ষিক রির্পোটের মোড়ক উন্মোচন করলো সিএসআর সেন্টার

বার্ষিক রির্পোটের মোড়ক উন্মোচন করলো সিএসআর সেন্টার

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : November 01, 2022 | অর্থনীতি

৩১ শে অক্টোবর (সোমবার) হোটেল ওয়েস্টিনে  সিএসআর সেন্টার তাদের বার্ষিক রিপোর্ট `Report on CSR in Bangladesh 2022 Environment- Safeguarding the Planet.’ এর মোড়ক উন্মোচন করে।

সিএসআর সেন্টার এ রিপোর্টের মাধ্যমে বাংলাদেশের প্রচলিত বিভিন্ন ধরণের সিএসআর চর্চাগুলো তুলে ধরে। এই রিপোর্টে দেশের আর্থ সামাজিক উন্নতির জন্য এবং এসডিজি বাস্তবায়নে বিভিন্ন স্টেকহোল্ডাররা যে একত্রিত হয়ে কাজ করেন তুলে ধরা হয়।

এই বছরে সিএসআর রিপোর্ট  কিভাবে কোম্পানি এবং সংস্থাগুলো পরিবেশের উপর নেতিবাচক প্রভাব কমানোর লক্ষ্যে কাজ করছে তা তুলে ধরেছে। স্ট্র্যাটেজিক কর্পোরেট অংশগ্রহণের মাধ্যমে  সিএসআর ব্যবসা এবং সমাজের উপকার করে এবং সেই সাথে ইতিবাচক প্রভাব তৈরি করে যা কিনা এসডিজির সাথে সম্পর্কিত। রিপোর্টটি কিভাবে ব্যবসাগুলো বৈশ্বিক সাস্টেইনেবিলিটি সংক্রান্ত জ্ঞান অর্জন করতে পারে, সেই সাথে বিদেশের বাজারে প্রবেশ করে তাদের অবস্থা উন্নত করতে পারে সেই পথ দেখায়।

অনুষ্ঠানের প্যানেল বক্তাদের মধ্যে ছিলেন ইউএন রেসিডেণ্ট কোওর্ডিনেটর মিস গুয়েন লুইস, ইউরোপিয়ান ইউনিয়ন এম্বাসেডর এবং ডেলিগেশন প্রধান চার্লস হোয়াইটলি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম্যারিটাইম এফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার এডমিরাল খুরশিদ আলম (অবসরপ্রাপ্ত),ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারসন ডিকেনসন, সুইডিশ এম্বাসসেডর আলেক্সান্ড্রা বার্গ ভন লিণ্ডে এবং সিএসআর সেন্টারের সিইও শাহামিন এস জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিএসআর সেন্টার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফারুক সোবহান। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় , কর্পোরেট সেক্টর, উন্নয়ং সহযোগী, একাডেমিয়া এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।