শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
এবার বইমেলায় আসছে রেশমা আক্তারের ‘ধাওয়া’
এবার বইমেলায় আসছে রেশমা আক্তারের ‘ধাওয়া’

এবার বইমেলায় আসছে রেশমা আক্তারের ‘ধাওয়া’

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : January 17, 2023 | সাহিত্য ও সংস্কৃতি

অমর একুশে বইমেলা ২০২৩ এ আসছে নবীন কথা সাহিত্যিক রেশমা আক্তারের থ্রিলার উপন্যাস ‘ধাওয়া’। বইটি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন। প্রচ্ছদ এঁকেছেন আদনান আহমেদ রিজন। এটি লেখকের প্রকাশিত দ্বিতীয় উপন্যাস।


বইটি মেলা চলাকালীন সময়ে মেলায়, অন্বেষা প্রকাশনের স্টলে পাওয়া যাবে। বইটির গায়ের মূল্য ৪৭০ টাকা। পাশাপাশি রকমারি ডটকমসহ দেশের বিভিন্ন অনলাইন বুকশপ এটি পরিবশন করবে। অনলাইন বুকশপ গুলো থেকে অর্ডার করে দেশ-বিদেশের যেকোন স্থান থেকে বইটি সংগ্রহ করা যাবে। 


ধাওয়া উপন্যাসের বিষয়বস্তু আবর্তিত হয়েছে  একটা রোমাঞ্চকর পরিমণ্ডলে। গল্পের শুরু একদল ক্রিমিনাল নিয়ে, যাদের মধ্যমণি একটি মেয়ে। তাদের ধাওয়া করেছে পুলিশ। ধাওয়া খেয়ে ছুটে চলা মানুষগুলোর চরিত্র আঁকতে আঁকতে  উঠে এসেছে কিছু ক্ষত, কিছু প্রচলিত অপরাধ। সামাজিক বলয়ের মধ্যে আবর্তিত কিছু সামাজিক কীট, কিছু সাধারণ মানুষ এবং তাদের মধ্যকার ধাওয়া, পাল্টা ধাওয়া। উঠে এসেছে কিছু মানবিক সম্পর্ক, প্রেম, ভালোবাসার আখ্যান। 


'ধাওয়া' স্রোতের বিপরীতে চলা জীবনের একটি চিত্র। একজন শিকারের শিকারী হয়ে ওঠার গল্প। ক্রমাগত ধাওয়া খেয়ে খেয়ে মুখ থুবড়ে পড়ে না গিয়ে পাল্টা ধাওয়া দেয়ার প্রচেষ্টা।  রোমাঞ্চপ্রিয় পাঠকরা গল্পটা অবশ্যই পছন্দ করবেন। বইটি পাঠকদের মন জয় করতে পারবে বলে লেখক আশাবাদী।