রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
স্পেনে নেক মানি ও এনসিসি ব্যাংকের যৌথ উদ্যোগে সেমিনার
স্পেনে নেক মানি ও এনসিসি ব্যাংকের যৌথ উদ্যোগে সেমিনার

স্পেনে নেক মানি ও এনসিসি ব্যাংকের যৌথ উদ্যোগে সেমিনার

স্পেন প্রতিনিধি
প্রকাশের সময় : March 19, 2023 | প্রবাস

ইউরোপে বাংলাদেশিদের বসবাসের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। পুরো ইউরোপজুড়ে শুধু স্পেনেই প্রায় ৬০ হাজার প্রবাসী বাংলাদেশি বাস করেন। বিশ্বব্যাপি পর্যটকদের পছন্দের শীর্ষে থাকা এই দেশে প্রবাসীরাও বেশ ভালো অবস্থানে আছেন।

তাই বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণে গুরুত্বপূর্ণ অংশীদার স্পেনের প্রবাসী বাংলাদেশিরা। সম্প্রতি স্পেনের রাজধানী মাদ্রিদে একটি রেস্তোরাঁয় বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এনসিসি ব্যাংক ও বর্হিবিশ্বে বাংলাদেশিদের দিয়ে পরিচালিত আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নেক মানি ট্রান্সফারের যৌথ উদ্দ্যোগে ‘বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণের সুবিধা’ সংক্রান্ত প্রবাসী ব্যবসায়ী ও গ্রাহকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন: কোভিড ও যুদ্ধের প্রেক্ষিতে অর্থনৈতিক চ্যালেঞ্জ সংক্রান্ত আইসিএসবির সেমিনার 

সভায় প্রধান অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ এনডিসি। নেক (এনইসি) মানি ট্রান্সফার লিমিটেডের চেয়ারম্যান ও সিইও ইকরাম ফরাজীর (সিআইপি) সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন এনসিসি ব্যাংক চেয়ারম্যান মোঃ আবুল বাশার, বক্তব্য প্রদান করেন, এনসিসি ব্যাংকের পরিচালক এস এম আবু মহসিন, মোঃ মইনুদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক মোঃ মামদুদুর রশিদ, ইভিপি এন্ড হেড অফ রেমিট্যান্স এনআরবি ডিভিশন মোঃ মাহফুজুর রহমান,বাংলাদেশ দূতাবাস স্পেনের কাউন্সিলর (লেবার উইং) মোহতাসিমুল ইসলাম, বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার,বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন প্রমুখ।

নেক মানি ট্রান্সফার লিমিটেড স্পেনের কান্ট্রি ডিরেক্টর রবিন মাহমুদের পরিচালনায় বাংলাদেশ আরো বক্তব্য দেন এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আল আমিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, এসোসিয়েসন ভালিয়ান্তে বাংলার সভাপতি মোঃ ফজলে এলাহি, সাধারন সম্পাদক রমিজ উদ্দিন,ব্যাবসায়ী মিল্টন ভূইয়া কচি, আব্দুল কাইয়ূম মাসুক, ব্যাবসায়ী একরামুজ্জামান কিরন,কাদের ঢালী, রাসেল দেওয়ান, বদরুল কামালী বক্তব্য প্রদান করেন।