দেশের বৃহত্তম শরীআহ ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রাভা হেলথের মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় বিভিন্ন টেস্টের ওপর ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ২০শতাংশ ও কার্ড গ্রাহকরা ১৫শতাংশ ডিসকাউন্ট সুবিধা পাবেন।
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান ও প্রাভা হেলথের হেড অব মার্কেটিং মোঃ শাফায়াত আলী চয়ন এ সংক্রান্ত সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বি.এম. হাবিবুর রহমান, নাজিম উদ্দিন তালুকদার ও মোহাম্মদ মানজুরুল হক এবং প্রাভা হেলথের মার্কেটিং এর সিনিয়র ম্যানেজার মোঃ রোকনুজ্জামান, সিনিয়র এক্সিকিউটিভ নুসরাত আহমেদ ও টেরিটরি অফিসার মোঃ ইব্রাহিমসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহীরা উপস্থিত ছিলেন।
আরো দেখুন: যে কারণে কমছে রেমিট্যান্সের গতি
প্রতিষিদ্ধ/এমএম