শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
প্রাভা হেলথে ডিসকাউন্ট সুবিধা পাবে ইসলামী ব্যাংক কর্মীরা
প্রাভা হেলথে ডিসকাউন্ট সুবিধা পাবে ইসলামী ব্যাংক কর্মীরা

প্রাভা হেলথে ডিসকাউন্ট সুবিধা পাবে ইসলামী ব্যাংক কর্মীরা

প্রতিষিদ্ধ ডেস্ক
প্রকাশের সময় : September 22, 2023 | স্বাস্থ্য

দেশের বৃহত্তম শরীআহ ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রাভা হেলথের মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় বিভিন্ন টেস্টের ওপর ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ২০শতাংশ ও কার্ড গ্রাহকরা ১৫শতাংশ ডিসকাউন্ট সুবিধা পাবেন। 

১৯ সেপ্টেম্বর মঙ্গলবার ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান ও প্রাভা হেলথের হেড অব মার্কেটিং মোঃ শাফায়াত আলী চয়ন এ সংক্রান্ত সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বি.এম. হাবিবুর রহমান, নাজিম উদ্দিন তালুকদার ও মোহাম্মদ মানজুরুল হক এবং প্রাভা হেলথের মার্কেটিং এর সিনিয়র ম্যানেজার মোঃ রোকনুজ্জামান, সিনিয়র এক্সিকিউটিভ নুসরাত আহমেদ ও টেরিটরি অফিসার মোঃ ইব্রাহিমসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহীরা উপস্থিত ছিলেন।

 

আরো দেখুন: যে কারণে কমছে রেমিট্যান্সের গতি

 

প্রতিষিদ্ধ/এমএম