সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
প্রাথমিকে নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের তারিখ জানালো মন্ত্রণালয়
প্রাথমিকে নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের তারিখ জানালো মন্ত্রণালয়

প্রাথমিকে নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের তারিখ জানালো মন্ত্রণালয়

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : October 12, 2023 | কর্মসংস্থান

বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৪ নভেম্বর।

১২ অক্টোবর রাতে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।

তিনি জানান, আগামী ২৪ নভেম্বর প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারও পরীক্ষা ব্যবস্থাপনায় থাকবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটের মাধ্যমে আগের নিয়োগ পরীক্ষায় কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। দ্রুত সময়ে পরীক্ষা নিয়ে নির্ভুলভাবে ফল প্রকাশ সম্ভব হয়েছিল। তাই এবারও বুয়েটের মাধ্যমে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ ধাপে আবেদনের শেষ সময় ছিল ২৪ মার্চ। দ্বিতীয় ধাপে ২৩ মার্চ ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনের শেষ সময় ছিল ১৪ এপ্রিল। তৃতীয় ধাপে গত ১৪ জুন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। গত ৮ জুলাই পর্যন্ত এ দুই বিভাগের প্রার্থীরা আবেদন করার সুযোগ পেয়েছিলেন।

 

আরো পড়ুন: উপজেলা শিক্ষা কর্মকর্তার ৮০ ভাগ পদ পাবেন প্রাথমিক শিক্ষকরা

 

প্রতিষিদ্ধ/ওএফ/শিক্ষা