শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বারবকুন্ডে লরির ধাক্কায় দুর্ঘটনার শিকার ঘাসফুলের মাইক্রোবাস
বারবকুন্ডে লরির ধাক্কায় দুর্ঘটনার শিকার ঘাসফুলের মাইক্রোবাস

বারবকুন্ডে লরির ধাক্কায় দুর্ঘটনার শিকার ঘাসফুলের মাইক্রোবাস

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : December 12, 2022 | চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বারবকুন্ড এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুলের মাইক্রোবাস সড়ক দুর্ঘটনার শিকার হয়। ১২ ডিসেম্বর সোমবার সকাল ৯ টার দিকে মাঠ পরিদর্শনের কাজে কুমিল্লা যাওয়ার সময় একটি মালবাহী লরির ধাক্কায় এ ঘটনা ঘটে।  

লরিটি মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দিয়ে সামনের দিকে ছেঁচড়ে নিয়ে যায় ও ট্রাকের সাথে ধাক্কা মারে এতে গাড়ীর পিছনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সামনের দিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। 

জানা যায় তখন হেলাপার লরিটি চালাচ্ছিলেন। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লরিটি আটক করে।