সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
 উচ্চ শিক্ষায় মালয়েশিয়া • 𝗦𝘁𝘂𝗱𝘆 𝗶𝗻 𝗠𝗮𝗹𝗮𝘆𝘀𝗶𝗮
ইউনাইচ এডুকেশন মালয়েশিয়ায় উচ্চশিক্ষার খরচ 

উচ্চ শিক্ষায় মালয়েশিয়া • 𝗦𝘁𝘂𝗱𝘆 𝗶𝗻 𝗠𝗮𝗹𝗮𝘆𝘀𝗶𝗮

প্রতিষিদ্ধ ডেস্ক
প্রকাশের সময় : December 06, 2023 | ফিচার

ইউনাইচ এডুকেশন মালেশিয়ার সহায়তায় মালয়েশিয়ায় পড়ার খরচ খুবই কম। বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রায় সমান। সাধ্যের মধ্যে স্বল্প খরচে দেশের বাইরে উচ্চশিক্ষা ও একটি বিদেশি ডিগ্রি নেয়ার ক্ষেত্রে ইউনাইচ এডুকেশন মালেশিয়া সাশ্রয়ী সুবিধা প্রদান করে থাকে। 

দেশটির বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামের ভিত্তিতে সাড়ে তিন থেকে চার বছরের স্নাতক অধ্যায়নে খরচ পড়তে পারে  ৯ হাজার ৬০০ থেকে এক লাখ ৩৭ হাজার ৫০০ মালয়েশিয়ান রিংগিত। বাংলাদেশি টাকায় এটি প্রায় দুই লাখ আট হাজার ৬৫৯ থেকে ২৯ লাখ ৮৮ হাজার ৬০৬ টাকার মধ্যে।

আর এক থেকে দুই বছরের স্নাতকোত্তর প্রোগ্রামে খরচ হতে পারে সাত হাজার ৫০০ থেকে ১২ হাজার ৭০০ মালয়েশিয়ান রিংগিত, যা বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ ৬৩ হাজার ১৫ থেকে দুই লাখ ৭৬ হাজার ৩৯। যা অন্য যেকোন এজেন্সির চেয়ে ইউনাইচ এডুকেশন মালয়েশিয়ায় সবচেয়ে কম।

মালয়েশিয়ায় উচ্চশিক্ষার আবেদন পদ্ধতি

ইউনাইচ এডুকেশন মালেশিয়া শিক্ষার্থীদের যেকোন সময় সর্বাত্মক সহায়তার মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ করে দেয়। তারপরও বলে রাখা ভালো যে শুরুতেই যে কাজটি করতে হয়, তা হচ্ছে পছন্দের বিশ্ববিদ্যালয়টিতে পছন্দের বিষয়ে পড়ার জন্য আবেদন করা। মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত দুই সময়ে আবেদন গ্রহণ করা হয়ে থাকে:

- জুন; যেখানে আবেদনের সময়সীমা সেপ্টেম্বর পর্যন্ত

- নভেম্বর; যেখানে আবেদনের সময়সীমা ফেব্রুয়ারি পর্যন্ত

এ সময়গুলোতে প্রথমেই প্রয়োজনীয় কাগজপত্রগুলো প্রস্তুত করতে হয়। এগুলো সাধারণত একেক বিশ্ববিদ্যালয়ে একেক রকম হয়। তন্মধ্যে ইউনাইচ এডুকেশন মালয়েশিয়ার সেবাপ্রার্থী শিক্ষার্থীদের একদম মৌলিক কতগুলো নথিপত্রের একটি তালিকা নিম্নে উল্লেখ করা হলো।

বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- পূরণকৃত আবেদনপত্র

- হাই স্কুল সার্টিফিকেট (স্নাতকের জন্য)

- ব্যাচেলর সার্টিফিকেট (মাস্টার্সের জন্য)

- পাসপোর্ট সাইজের ছবি

- বৈধ পাসপোর্ট

- মোটিভেশন লেটার

- ইংরেজি ভাষার দক্ষতা সার্টিফিকেট (আইইএলটিএস অথবা টোয়েফল)

- আবেদন ফি প্রদানের প্রমাণপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হওয়ার পর করণীয়
স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- সাদা ব্যাকগ্রাউন্ডের একটি পাসপোর্ট সাইজের ছবি (৩৫/৪৫ মিলিমিটার)

- ১৮ মাস মেয়াদ থাকা পাসপোর্টের প্রথম কয়েকটি পৃষ্ঠা (যেখানে পাসপোর্টধারীর ছবি ও ব্যক্তিগত তথ্য আছে) এবং ভিসার সীলযুক্ত পৃষ্ঠাগুলো(যদি থাকে)

- মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়নের গ্রহণযোগ্যতা/অফার চিঠি

- মেডিকেল রিপোর্ট

- সার্টিফিকেটসহ সমস্ত একাডেমিক রেকর্ডের কপি

- ৭৫০ মালয়েশিয়ান রিংগিত (১৬ হাজার ৩০২ বাংলাদেশি টাকা) এর ব্যক্তিগত বন্ড। এটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীর অধ্যয়ন শেষে ফেরত দেয়া হবে এই শর্তে যে, তিনি মালয়েশিয়ার অভিবাসন আইনের কোনও বিধান লঙ্ঘন করা হয়নি।

- ইংরেজি ভাষাদক্ষতা সার্টিফিকেট (আইইএলটিএস/টোয়েফল)।

স্টুন্ডেন্ট পাসের জন্য অতিরিক্ত প্রয়োজনীয় কাগজপত্র

- মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় থেকে একটি অনুমোদনপত্র

- মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যুকৃত কভার লেটার; যেখানে শিক্ষার্থী সেখানে পড়াশোনা করার জন্য আবেদনের কথা উল্লেখ থাকবে

- পড়াশোনার খরচ ও জীবনযাত্রার খরচের জন্য পর্যাপ্ত তহবিলের প্রমাণপত্র
এছাড়াও অন্যান্য সকল কাগজপত্র ব্যবস্থাপনায় ইউনাইচ এডুকেশন মালয়েশিয়া শিক্ষার্থীদের সহায়তা করে আসছে।

আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন :

• 𝗨𝗻𝗶𝗰𝗲 𝗘𝗱𝘂𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 𝗠𝗮𝗹𝗮𝘆𝘀𝗶𝗮
𝗗𝗵𝗮𝗸𝗮 𝗼𝗳𝗳𝗶𝗰𝗲 : House - 3, Flat - B, Level - 5, (Lift - 5).
Road 15, Sector - 1, Uttara Dhaka - 1230.
𝗛𝗽 : +601125518636 ; +60199257901 ; +88 01737 979806 ; +88 01910 968186

আরো দেখুন: 

মালয়েশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণের উপায়

প্রতিষিদ্ধ/এসএম