রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
অলস লোকের পক্ষে উদ্যোক্তা হওয়া সম্ভব নয়
দিদারুল আলম মজুমদার

অলস লোকের পক্ষে উদ্যোক্তা হওয়া সম্ভব নয়

দিদারুল আলম মজুমদার
প্রকাশের সময় : November 20, 2021 | গণমানুষের কথা

উদ্যোক্তা এবং ব্যবসায়ী সমার্থক শব্দ নয়

উদ্যোক্তা এবং ব্যবসায়ী সমার্থক শব্দ নয়। কাজেরও ভিন্নতা রয়েছে। দীর্ঘ দিন থেকে মানব সমাজের প্রয়োজন পূরণে অর্থের বিনিময়ে বিভিন্ন ধরনের প্রাকৃতিক ও উৎপাদিত সামগ্রীর ক্রয়-বিক্রয় এর নাম ব্যবসা।

আর অন্যদিকে প্রাকৃতিক বা খনিজসম্পদ খুঁজে বের করা এবং বিভিন্ন সামগ্রীর মাধ্যমে মানুষের প্রয়োজন মেটাতে নতুন পুরাতন পন্য উৎপাদন করা একজন উদ্যোক্তার কাজ। উদ্যোক্তা এসব কাজে একা কখনো সাবলম্বী হতে পারেন না বিধায় ব্যাংক অথবা পার্টনার নির্ভর হয়ে পড়েন।

তাই একজন উদ্যোক্তাকে উঠিয়ে আনার জন্য ব্যাংক এবং পার্টনারগণ বুঝেশুনে পাশে দাঁড়ান। একদিকে কাজ আর অন্যদিকে টাকা জোগাতে উদ্যোক্তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়। মাস শেষে স্টাফ বেতন-ভাতা,বছর শেষে ব্যবসা প্রদান, উৎপাদন বৃদ্ধি,সেলস পলিসি বৃদ্ধির পাশাপাশি ব্যাংক, পার্টনার, ক্লাইন্ট ও নিজস্ব স্টাফদের সব বিষয়ে সম্যক ধারণা দিতে এবং আউটপুট নিতে গিয়ে প্রচুর শ্রম দিতে হয়।

তাই কোন অলস লোকের পক্ষে উদ্যোক্তা হওয়া সম্ভব নয়। তবে এক্ষেত্রে কোন কোন উদ্যোক্তা নিরবে করে যান। আবার কোন উদ্যোক্তা সবাইকে বলে বলে চাপ দিয়ে যান। সংশ্লিষ্টগণ যদি উভয়ের মেজাজ বুঝে চলতে এবং সহযোগিতা দিয়ে যেতে পারেন,তাহলে সফলতা নিশ্চিত হয়।