বৃহস্পতিবার, মে ২, ২০২৪
বিআইপির ‘নগর ব্যবস্থাপনায় নারী নেতৃত্ব’ শীর্ষক সেমিনার
বিআইপির ‘নগর ব্যবস্থাপনায় নারী নেতৃত্ব’ শীর্ষক সেমিনার

বিআইপির ‘নগর ব্যবস্থাপনায় নারী নেতৃত্ব’ শীর্ষক সেমিনার

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : March 12, 2022 | ঢাকা

বিশ্বে একশো বছরেরও বেশি সময় ধরে নারী দিবস পালিত হয়ে আসছে। শ্রমঘন্টা কমানো, মজুরী বৃদ্ধি এবং ভোটাধিকারের আন্দোলনে শুরু হওয়া এই মুভমেন্ট পরবর্তীতে নারী দিবস হিসেবে পরিচিত লাভ করে। ১৯৭৫ সালে জাতিসংঘ কর্তৃক দিবসটি আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করার পর থেকে এই নারী দিবস বিশ্বব্যাপী পরিচিতি পায়। আন্তর্জাতিক নারী দিবসে সমাজ, রাজনীতি এবং অর্থনীতিতে নারীর অর্জন কে উদযাপন করা হলেও চলমান লৈঙ্গিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এই দিবস উদযাপনের প্রধান উদ্দেশ্য। এরই ধারাবাহিকতায় নগর, অঞ্চল ও গ্রামীণ পরিকল্পনার বিভিন্ন ক্ষেত্রে নারী পরিকল্পনাবিদদের অবদান কে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লান্যার্স এর উদ্যোগে এবছর উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ পালন করা হয়। দিবসটি উপলেক্ষে গত ১১ মার্চ ২০২২ (শুক্রবার) তারিখে ‘নগর ব্যবস্থাপনায় নারী নেতৃত্ব’ শীর্ষক একটি সেমিনার রাজধানীস্থ প্ল্যনার্স টাওয়ারের বি.আই.পি. কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত হয়। 

বিআইপি’র সভাপতি পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন এর সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের  শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, এমপি, উপস্থিত সেমিনারের মূখ্য আলোচক হিসেবে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের  মেয়র  ডা. সেলিনা হায়াৎ আইভী উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের  সচিব  শহীদ উল্লা খন্দকার, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব)  নীলিমা আখতার। উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর  মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী-কে অন্তর্ভূক্তিমূলক নগর উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় বিশেষ সম্মাননা প্রদান করা হয় একইসাথে নগর, অঞ্চল ও গ্রামীণ পরিকল্পনা এবং উন্নয়ন ব্যবস্থাপনায় বিশেষ অবদান রাখার জন্য বিআইপি-র নির্বাচিত নারী সদস্যদের মধ্য থেকে “নারী পরিকল্পনাবিদ” ও “নবীণ নারী পরিকল্পনাবিদ” এই দুটি বিভাগে সম্মাননা প্রদান করা হয়।  

সেমিনারে “নগর ব্যবস্থাপনায় নারী নেতৃত্ব” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহাম্মদ মেহেদী আহসান। উপস্থাপতি প্রবন্ধে তিনি সমাজের সকল পরিসরে নারীদের অংশগ্রহনের হার ও তাদের অর্জনের বিষয়ে আলোকপাত করে বলেন, কমিউনিটি পর্যায়ে নারীরাই সাধারণত কোন পরিকল্পনা বাস্তবায়নে নেতৃত্ব প্রদান করে থাকে। তাই শুধু কমিউনিটি পর্যায়ে নয় বরং বৃহৎ পরিসরে  নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে কাঙ্খিত উন্নয়ন সম্ভব বলে তিনি মন্তব্য করেন। এছাড়াও পরিকল্পিত নগরায়নে পেশাজীবী নারীর প্রয়োজনীয়তা, সকল ক্ষেত্রে পরিকল্পনাবিদদের সুযোগ সৃষ্টির বিষয় তুলে ধরেন সেইসাথে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে পরিকল্পিত নগরায়নের মাধ্যমেই একটি টেকসই নগর গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 
সেমিনারের মুখ্য আলোচক  ডা. সেলিনা হায়াৎ আইভী তার বক্তব্যে নগর পরিকল্পনার গুরুত্ব এবং এবং নগর পরিকল্পনায় নারীদের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, নারীরা জন্মগত যোদ্ধা কাজেই সমাজের সকল নারীকে সাহস নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি তার বক্তব্যে নারী জাগরণে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা তুলে ধরেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়াও সমাজে প্রতিটি ক্ষেত্রে নারীরা যেন একা পথ চলতে পারে সে সাহস ও উদ্দীপনা সকল নারীকে অর্জন করতে হবে বলে তিনি মনে করেন। 

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানর্স এর সভাপতি পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন তার বক্তব্যে নারীবান্ধব, শিশুবান্ধব ও প্রতিবন্ধীবান্ধব নগর পুনর্গঠন সম্পর্কে আলোচনা করেন। নারীবান্ধব নগর কাঠামো গড়ে তোলা গেলে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) জেন্ডার জাস্টিস ও নারীর ক্ষমতায়নও সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি পরিবেশ ও ট্রাফিক সচেতনতা সংক্রান্ত বিষয়গুলোশিক্ষাক্রমের প্রাথমিক পর্যায়ে যুক্ত করার আহ্বান জানান, যাতে শিক্ষার্থীরা পরবর্তীতে দায়িত্বশীল নাগরিক হতে পারে। পাশাপাশি শিশু ও নারীবান্ধব নগর গড়তে বিআইপির’র পক্ষ থেকে কাজ করে যাওয়ার ঘোষণা দেন তিনি।

সেমিনারের প্রধান অতিথি ডা. দীপু মনি প্রথমেই অন্তর্ভূক্তিমূলক নগর উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রাপ্ত হওয়ায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র জনাব ডা. সেলিনা হায়াৎ আইভী-কে শুভেচ্ছা জানান। তিনি তার বক্তব্যে আন্তর্জাতিক নারী দিবসে সমাজে বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদান এবং অর্জন উদযাপন করার পাশাপাশি সমাজের বিভিন্ন কোণায় লৈঙ্গিক বৈষম্য দূর করে নারী-পুরুষ সমতা এবং নারীর ক্ষমতায়নে সকল নারীরে একযোগে এই আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। একইসাথে তিনি নারী শিক্ষা প্রসারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচিসমূহ সম্পর্কে আলোকপাত করেন। সমাজে বিদ্যমান নারী সংক্রান্ত ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে সকলকে নারী শক্তির উপলব্ধি অনুধাবনের আহ্বান জানান। তিনি আরও বলেন, নারী পুরুষ কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয় বরং সহযোগী। লৈঙ্গিক এই বৈষম্যতা, সহিংসতা রোধ করতে হলে জনসচেতনতা তৈরির দরকার বলে তিনি মনে করেন। পরিশেষে সকল নারী পরিকল্পনাবিদসহ দেশের সকল সংগ্রামী নারীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

সেমিনারে দ্বিতীয়ার্ধে আলোচনা সেশনে দেশের সার্বিক উন্নয়নে নারী পরিকল্পনাবিদদের ভূমিকা, পরিকল্পনায় নারী নীতি, নগর স্বাস্থ্য, ডেল্টা প্ল্যান, নারী সংবেদনশীল দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে আলোচনা ও প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক পরিকল্পনাবিদ ড. ফৌজিয়া ফারজানা, ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সহ-প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা ডেবরা এফ্রয়মসন, সেন্টার ফর এভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস এর সিনিয়র স্পেশালিস্ট ফারহানা আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়, সিঙ্গাপুর এর পোস্টডক্টরাল রিসার্চ ফেলো পরিকল্পনাবিদ নাজওয়া তাহসিন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল এর প্রকল্প ব্যবস্থাপক পরিকল্পনাবিদ মানিক কুমার সাহা।