রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
কৃষি খাতে প্রণোদনা ঋণ বিতরণে স্বীকৃতি পেল ব্র্যাক ব্যাংক 
কৃষি খাতে প্রণোদনা ঋণ বিতরণে স্বীকৃতি পেল ব্র্যাক ব্যাংক 

কৃষি খাতে প্রণোদনা ঋণ বিতরণে স্বীকৃতি পেল ব্র্যাক ব্যাংক 

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : May 20, 2022 | শীর্ষবিন্দু

মহামারীর পরিস্থিতিতে কৃষি খাতের জন্য প্রণোদনামূলক পুন:অর্থায়ন ঋণ বিতরণে লক্ষ্যমাত্রা অর্জন করায় ব্র্যাক ব্যাংক-কে স্বীকৃতি প্রদান করেছে  ব্যাংলাদেশ ব্যাংক। ১৮ মে ২০২২ এক অনুষ্ঠানে ব্যাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এই স্বীকৃতিস্বরূপ ব্র্যাক ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন-এর নিকট প্রশংসাপত্র হস্তান্তর করেন । ব্র্যাক ব্যাংক এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং ব্যাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।  দেশব্যাপী করোনাভাইরাস এর প্রাদুর্ভাব এর কারণে কৃষি খাত সহ অন্যান্য খাত সমূহের সংকট সৃষ্টির আশঙ্কা থাকায় দেশের খাদ্য উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখার জন্য সরকারের ঘোষিত বিভিন্ন প্রণোদনা প্যাকেজের পাশাপাশি কৃষি খাতে চলতি মূলধন সহায়তা প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক ৫,০০০ কোটি টাকার একটি বিশেষ প্রণোদনামূলক পুন:অর্থায়ন স্কিম চালু করে। 

কোভিড-১৯ এর কারণে কৃষিখাতের মন্দাবস্থা কাটিয়ে ওঠতে কৃষকদের সাহায্য করতে স্বপ্রণোদিতভাবে এগিয়ে আসে ব্র্যাক ব্যাংক। পুন:অর্থায়ন ঋণ সুবিধা কৃষকদের মহামারীর ক্ষতি কাটিয়ে ওঠতে ও নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। বিস্তৃত নেটওয়ার্ক ও বৃহৎ টিমের কারণে এই কৃষি ঋণের লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে ব্র্যাক ব্যাংক। 

ব্যাংলাদেশ ব্যাংকের এ স্বীকৃতির প্রেক্ষিতে ব্র্যাক ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন বলেন, “ব্র্যাক ব্যাংক-কে পুন:অর্থায়ন স্কিমের অংশীদার করার জন্য আমরা বাংলাদেশ ব্যাংক-কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বাংলাদেশ ব্যাংকের দিকনির্দেশনা ও নীতি সহায়তা এই টার্গেট পূরণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে।”  

তিনি আরও বলেন, “প্রান্তিক ও তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ অর্থায়ন নিশ্চিত করতে ব্র্যাক ব্যাংক দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। করোনা মহামারীর প্রেক্ষিতে কৃষকসহ এসএমই উদ্যোক্তাদের সহায়তায় আমরা আমাদের কার্যক্রম আরও জোরদার করেছি। আমরা মনে করি, পুন:অর্থায়ন স্কিমের ঋণ বিতরণের ফলে অর্থনীতির প্রাণশক্তি কৃষিখাতে প্রাণ ফিরে এসেছে।”