শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
উন্মনা মন
               স্বাতী বসু

উন্মনা মন

স্বাতী বসু
প্রকাশের সময় : June 08, 2022 | সাহিত্য ও সংস্কৃতি

উন্মনা মন চঞ্চলা এক হাওয়া

উঠোন বেয়ে ঘরের দুয়ার ধরে,

ছড়িয়ে দিল হলুদ পাতার চিঠি

চমকে স্মৃতি পথ হাতড়ে মরে।

 

অনেক দূরের ঝাপসা আখরগুলো

বাজল বুঝি বড্ড নরম সুরে,

বন্ধ চোখে বুলিয়ে পরশখানি

ভাবনাগুলো রাত্রি থেকে ভোরে।

 

চিঠির ভাঁজে অনেক গল্পকথা

অনেক ছিল মনের দাবিদাওয়া,

শব্দগুলো আঁজলা ভরে নিয়ে

শূন্য পানে মুগ্ধ চোখে চাওয়া।

 

এইতো সেদিন ঝর্ণাধারার মত

কুসুম কুসুম কথায় চুমুক দিয়ে,

পশলা ফোঁটায় রাগ অভিমান শুধু

আকাশ থেকে রামধনু রঙ নিয়ে।

 

আজকে যখন রাত্রি জাগরণে

কপোল বেয়ে উষ্ণ প্রপাত নামে,

দখিন হাওয়ায় সওয়ার হয়ে বুঝি

তোমার হদিশ চিঠির খামেই থামে।