শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
মোস্তফা ইকবালের কবিতা ‘বাংলাদেশের প্রসন্ন সবুজ’
মোস্তফা ইকবাল

মোস্তফা ইকবালের কবিতা ‘বাংলাদেশের প্রসন্ন সবুজ’

মোস্তফা ইকবাল
প্রকাশের সময় : August 15, 2022 | সাহিত্য ও সংস্কৃতি

সবুজ ছন্দের মৃত্তিকার উৎপ্রেক্ষা

অন্ত্যমিলে মাটি রন্ধ্র গহীনের শিকড় স্বাক্ষর

জাতির পিতার মন--বাংলাদেশের মন

এক ও অভিন্ন মায়া চিরসবুজে।

যে অনুভূতিতে বিশ্ব মানবতা

সেই প্রকাশের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

সেই প্রকাশের নাম বাংলাদেশ

সেই প্রকাশের নাম শেখ হাসিনা।

ব্যাপ্ত জনপদে অভিন্ন ছন্দের হাওয়া

সূর্যের রং এসে পড়ে সর্বাঙ্গীন

জল, স্থল, অন্তরীক্ষ সেফালিকা শ্লোক

মুজিব নামের মানব ঐক্যের চেতনা।

জাতির পিতার স্বপ্ন

দেশের স্বপ্ন দশের স্বপ্ন আজ

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জুয়েলারি মনে

অগ্রগতি আলো অক্ষরে মুদ্রিত

ইতিহাসের সারাৎসারে অপূর্ব কল্যাণে

পৃথিবী দেখছে বাংলাদেশের প্রসন্ন সবুজ।