রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
পাবনায় ৩২ দিনের শিশু নিয়ে পরীক্ষা দিচ্ছেন মা
রাজিয়া সুলতানা

পাবনায় ৩২ দিনের শিশু নিয়ে পরীক্ষা দিচ্ছেন মা

পাবনা প্রতিনিধি 
প্রকাশের সময় : November 06, 2022 | শিক্ষাঙ্গন

পাবনায় ৩২ দিনের শিশুসহ এক প্রসূতি এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন । রোববার (৬ নভেম্বর) পাবনার সুজানগরের নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজে তাকে পরীক্ষা দিতে আসতে দেখা যায়।   রাজিয়া সুলতানা মাত্র ৩২ দিন আগে মা হন। পরীক্ষা না দিলে এক বছর তিনি পিছিয়ে যাবেন। তাই শিশু সন্তানকে কোলে নিয়েই পরীক্ষা দিতে আসেন। এ বিষয়টি কেন্দ্র সচিব ও অন্যান্যের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পারেন। তিনি পরে বিশেষ ব্যবস্থায় রাজিয়াকে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করে দেন।
সুজানগরের নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে মানবিক বিবেচনায়  ওই প্রসূতিকে আলাদা কক্ষে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়। বাচ্চা রাখার জন্য অন্য একজনকে পাশে থাকার সুযোগ দেওয়া হয়। তার পরীক্ষার কক্ষ পরিদর্শক হিসেবে একজন শিক্ষককে দায়িত্ব দেয়া হয়। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন,  এটি জানার পরই মানবিক বিবেচনায়  তিনি সুজানগরের নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষকে ওই প্রসূতিকে আলাদা কক্ষে পরীক্ষা নেয়ার পরামর্শ দেন। 
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালি জানান,  বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেয়া হলেও তবে তার কক্ষ পরিদর্শক রাখাসহ অন্যান্য বিধি বিধান যথাযথভাবে পালন করা হচ্ছে। পরিক্ষার্থী রাজিয়া সুলতানা ইউএনও সহ কতৃপক্ষের এই সহযোগিতার জন্য সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

প্রতিষিদ্ধ/এমএ