বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
গত ১ মাসে ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯জন
অক্টোবর মাসে ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯জন

গত ১ মাসে ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯জন

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : November 03, 2021 | চট্টগ্রাম

অক্টোবর মাসে ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯জন


ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ ও ফেনী-কুমিল্লা সড়কে ১৫ ও ১৬ অক্টোবর সড়ক  দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ১৪ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ফেনীর মুহুরীগঞ্জ বিসিক এলাকায় কাজ শেষে বাসায় ফিরছিলেন পাঁচ শ্রমিক। এ সময় চট্টগ্রামের দিক থেকে আসা ঢাকাগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ৪ জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। আরও ১ জনের মৃত্যু হয় ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে। 
নিহতরা হলেন, মোশারফ হেসেন (২২), জহিরুল হক (৪৫) ও সাজু (১৮)। তাদের ৩ জনের বাড়ি জামালপুরে। 
এদিকে ১৫ অক্টোবর দুপুর ২টার দিকে ফেনীর দেওয়ানগঞ্জ রেল ক্রসিংয়ের কাছে একটি মাইক্রোবাস ও বেবি টেক্সির সংঘর্ষে টেক্সিতে করে যাওয়া চৌদ্দগ্রাম উপজেলার শিলরী গ্রামের ওবায়দুল হক খোকনের ছেলে জামাল হোসেন (৩০) ও একই উপজেলার পূর্ব ডেকরা গ্রামের ইলিয়াছ স্বপনের মেয়ে আছমা আক্তার (১৮) নিহত হন। 
১৮ অক্টোবর সন্ধ্যায় শহরতলীর দেওয়ানগঞ্জ এলাকায় সহিদ উদ্দিন পিয়াস (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। পিয়াস ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের আবুপুর গ্রামের মাইন উদ্দিন বেলুর মেম্বারের ছেলে ও দেবীপুর সোলতানিয়া মাদরাসার শিক্ষক।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে সন্ধ্যায় শহরে আসছিলেন পিয়াস। তিনি দেওয়ানগঞ্জ এলাকায় পৌঁছালে পল্লী বিদ্যুতের খুটি বহনের কাজে ব্যবহৃত একটি লরি তাকে চাপা দেয়।
২২ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ বোগদাদিয়া এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক, সহযোগীসহ ৩ জন নিহত হয়েছেন। ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পিকআপচালক মো: সুজন (২৭), তার বাড়ি গোপালগঞ্জের পাড় চন্দ্র দীঘলিয়া এলাকায়। পিকআপটির ২ সহযোগী মাদারীপুর জেলার চর গোবিন্দপুর এলাকার মো: শামিম হাসান ও চাঁপাইনবাবগঞ্জের সন্ন্যাসী তলা এলাকার শহিদুল ইসলাম (২৭)।