শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
নির্বিচারে  গুলির বিরুদ্ধে গণতন্ত্রকামীদের সেচ্চারের আহ্বান এবি পার্টির
নয়াপল্টন এলাকায় নির্বিচারে  গুলির বিরুদ্ধে গণতন্ত্রকামীদের সেচ্চারের আহ্বান এবি পার্টির

নির্বিচারে  গুলির বিরুদ্ধে গণতন্ত্রকামীদের সেচ্চারের আহ্বান এবি পার্টির

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : December 07, 2022 | রাজনীতি

রাজধানীর নয়াপল্টন বিএনপি কার্যালয়ে নগ্ন পুলিশী হামলা ও নির্বিচারে গুলি এবং টিয়ারগ্যাসের বর্বরোচিত ব্যবহারের নিন্দা জানিয়ে বুধবার সন্ধ্যা ৭ টায় দলীয় কার্যালয়ে জরুরী প্রতিবাদী ব্রিফিং করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। প্রতিবাদী ব্রিফিংয়ে দলের বক্তব্য তুলে ধরেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু। 

ব্রিফিংকালে তিনি বলেন, ১০ ডিসেম্বর শনিবার বিএনপি’র ঢাকা বিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করে আজ বিকেলে অকস্মাৎ নয়াপল্টন বিএনপি অফিসে পুলিশের হামলা ও গুলিতে এখন পর্যন্ত মকবুল আহমদ নামে একজনের মৃত্যু, ২২ জন আহত এবং বিএনপি’র কেন্দ্রীয় নেতা রুহুল কবীর রিজভী, শিমুল বিশ্বাস, আমানুল্লাহ আমান, আব্দুস সালাম, শহীদ উদ্দীন চৌধুরী অ্যানী সহ শতাধিক নেতা কর্মী কে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। গত কয়েকদিন ধরেই আমরা সরকারী দলের নেতা ও  মন্ত্রীদের হুমকি, ধমকি ও উত্তেজনা ছড়ানোর তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এসেছি। আজকে সম্পূর্ণ অন্যায়ভাবে নয়াপল্টন এলাকায় পুলিশ লেলিয়ে দিয়ে পরিকল্পিতভাবে সহিংসতাকে উস্কে দেয়া হয়েছে। তিনি বলেন, সভা সমাবেশ করা একটি রাজনৈতিক দলের নূন্যতম গনতান্ত্রিক অধিকার। সেখানে ন্যাক্কারজনক হামলা কোনভাবেই গ্রহনযোগ্য হতে পারে না। সরকার জোর করে শাসন করতে গিয়ে সংবিধানে প্রদত্ত সকল অধিকার ক্ষুন্ন করছে; বিরোধী দলের রাজনীতি করার পরিবেশ নষ্ট করে একদলীয় ফ্যাসিবাদি আচরণের মাধ্যমে  তার শেষ মরনকামড় দিচ্ছে। বিজয়ের মাসে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করবার বদলে বর্তমান শাসকগোষ্ঠি সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে দেশবাসীকে।

মন্জু বলেন ৭১ সালে ইয়াহিয়া খান ক্ষমতায় না থেকে যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিব ৭ ই মার্চ রেইসকোর্স ময়দানে সমাবেশ করতে পারতেন কিনা সন্দেহ হয়। তিনি আরও বলেন আমাদের জাতীয় উন্নয়নের অংশীদার ১৫ টি রাষ্ট্রের রাষ্ট্রদূতগণ যখন যৌথ বিবৃতিতে মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখার আহ্বান জানান তখন এই ধরনের ফ্যাসিবাদী হামলা দেশ ও জাতির জন্য ভয়াবহ অকল্যাণ ডেকে আনবে। তিনি অবিলম্বে এই পুলিশি হামলা বন্ধ, জড়িতদের শাস্তি, নির্বিচার গনগ্রেপ্তার বন্ধ এবং অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানিয়েছে।

ব্রিফিংকালে নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম ও অ্যাডভোকেট গোলাম ফারুক, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া ও বিএম নাজমূল হক সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

 

প্রতিষিদ্ধ/এমএ/ওএমএফ