লক্ষ্মীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে পল্লী চিকিৎসকের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুরে খলিল রহমান নামে গ্রাম্য ডাক্তারকে অপহরণ করে হাত-পা বেধে অমানুষিক নির্যাতনের পর মৃত্যপ্রায় অবস্থায় তাকে রেখে চলে যায় একটি সন্ত্রাসী চক্র। তারা আহত খলিল রহমানের কাছ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ নিয়েছে। সেইসাথে একটি ফাঁকা লিগ্যাল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় লোকজন জানায়, হমলাকারী খলিল রহমান সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে একজন গ্রাম্য ডাক্তার। গতকাল (২৫ মে) ১১ টার দিকে রোগী দেখার কথা বলে ডেকে নিয়ে একটি পরিত্যক্ত ঘরে হাত পা বেধে অমানুষিক নির্যাতন চালায় রিয়াজের নেতৃত্বেধীন একটি সন্ত্রাসী চক্র। এই কাজে জড়িত ছিলো মৃত আব্দুল হাইয়ের ছেলে রিয়াদ হোসেন,মৃত আবুল কাশেমের ছেলে ইমন, কবির হোসেনের ছেলে রিজু, মহসিনের ছেলে সজিব ও শাহ আলম।

তারা জানান, রিয়াজ বাহিনী ৫ আগস্টের পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলো। তারা এলাকায় মাদক ও ইয়াবা ব্যাবসার সাম্রাজ্য গড়ে তুলে ছিলো। এ বাহিনীর প্রধান রিয়াজ অস্ট্রেলিয়া বিএনপির সাবেক নেতা দেলোয়ার হোসেনের ভগ্নিপুত্র। তার ছত্রছায়ায় সন্ত্রাসীরা পুনরায় এলাকায় সক্রিয় হচ্ছে।

এ সম্পর্কে চন্দ্রগন্জ থানা বিএনপির আহবায়ক এম বেল্লাল হোসেনের সাথে কথা বলতে চাইলে বারবার মুঠোফোনে কল দিয়েও তাকে পাওয়া যায়নি। তবে, চন্দ্রগন্জ থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা মোঃ ফয়জুল আমিন গণমাধ্যামকে জানান, এ বিষয়ে আমি অবগত আছি।

গতকাল ২৫ মে ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করার জন্য এসেছিলেন কিন্তু হাসপাতালের কাগজপত্র সাথে নিয়ে না আসায় মামলা হয়নি। প্রয়োজনীয় কাগজ-পত্র নিয়ে আসলে মামলা গ্রহণ করা হবে এবং যথাযথো আইনী ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *