গতকাল ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে মূকাভিনয় সংগঠন ‘মাইম আর্ট’।
সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই আয়োজনে ছিল কবিতা আবৃত্তি, নৃত্য, মুক্ত আলোচনা এবং একক মূকাভিনয়। আলোচনা পর্ব সঞ্চালনা করেন বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত উপস্থাপক ও অভিনেতা ইমন খান।
অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসাদ)-এর সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম রফিক, জেনেসিস থিয়েটারের সভাপতি নূর হোসেন রানা, জাতীয় জাদুঘরের কর্মকর্তা সৈয়দ সারোয়ার হোসেন, মুক্ত গণমাধ্যম মঞ্চের মুখপাত্র মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার, নির্বাহী সদস্য কেফায়েত কাওসার রুমী ও জাসাস-এর কেন্দ্রীয় কমিটির সদস্য বিল্লাল হোসেন।
বক্তারা আলোচনায় ৫ আগস্টের জুলাই বিপ্লবে আত্মত্যাগকারী শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। বক্তারা উল্লেখ করেন, আজও সমাজে স্বৈরশাসকদের প্রেতাত্মারা সক্রিয় রয়েছে—তাদের বিরুদ্ধে সতর্ক থেকে সঠিক ইতিহাসের চর্চা ও প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন একেএম শহিদুল্লাহ কায়সার, ইসরাত ঝিমি, রবিউল ইসলাম শশী এবং আমিনুল হক আমিন। নৃত্য পরিবেশন করেন রাশেদ। সবশেষে মাইম আর্টের কর্ণধার নিথর মাহবুবের রচনায় ও নির্দেশনায় তার একক অভিনয় “রক্তে আগুন লেগেছে” মঞ্চস্থ হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত এই নাটকটির এটি ছিল তৃতীয় মঞ্চায়ন। মঞ্চ সহযোগিতায় ছিলেন ফয়সাল মাহমুদ, আলেয়া আলো, নিজাম উদ্দিন, ইকবাল খান, লেমন, টুটুল, রিপন, অনিক, শাকিব আলমগীর প্রমুখ। আয়োজনটি ছিল সবার জন্য উন্মুক্ত এবং উপস্থিত দর্শকদের আন্তরিক সাড়া পেয়েছে।
