আশুলিয়ায় বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে নারী নিহত, শিশুসহ আহত ২

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় সড়কের মাঝে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে স্পৃষ্টে এক নারী নিহত হয়েছে। এ সময় এক শিশুসহ দুইজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকার পিয়াংকা গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত নারী নাম মায়া (৩০), তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার সোহেনপুর এলাকার উজ্জ্বল হোসেনের স্ত্রী।

আহতরা হলো- উজ্জ্বল-মায়া দম্পতির ছেলে মাহিন (৬) ও পাশ্ববর্তী পিয়াংকা গার্মেন্টসের সিকিউরিটি গার্ড আক্তারুজ্জামান (৬০)।

স্থানীয়রা জানায়, দীর্ঘ সময় পর রাত ৮টার দিকে দিকে বিদ্যুৎ আসে। এর কিছু সময় পর বিকট শব্দ হয়ে সড়কের মাঝে বিদ্যুৎ তার ছিঁড়ে পড়ে। এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সড়কের এক স্থানে থাকা নারী ও শিশু এবং অন্যস্থানে একজন বৃদ্ধ গুরুত্ব আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে পাঠানো হয়।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের সিনিয়র কাস্টমার কেয়ার অফিসার কল্লোল রায় বলেন, রাতে বিদ্যুৎস্পৃষ্টে আহত নারী ও শিশুসহ তিনজনকে হাসপাতালে আনা হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত নারীকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার বার্ণ ইউনিটে রেফার করা হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে হাসপাতালে থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের স্বজনদের সাথে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *