শনিবার রাজধানীর পল্টনে মানবাধিকার সংস্থা ভয়েস অব সিভিল রাইট্স ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সংস্কার বিচার নির্বাচন ও মানবাধিকার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ এ্যাড.ড.হেলাল উদ্দিন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলাম সোসাইটি ফর ন্যাশনাল চ্যারিটির প্রধান শাহীন আহমেদ খান সংস্থার চেয়ারম্যান ডাঃ মারুফ শাহরিয়ার সংস্থার নির্বাহী প্রধান মোঃ আব্দুর রহমান এবং আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সেক্রেটারি জেনারেল প্রিন্সিপ্যাল মোঃ একরাম উল্লাহ প্রমুখ।
সভায় বক্তারা নির্বাচনের আগে সংস্কার ও বিচার সম্পন্ন করে জনআকাঙ্খার বাংলাদেশ গঠনের আশাবাদ ব্যক্ত করেন।