বাংলাদেশি প্রবাসী সাংবাদিকদের ছবি ব্যবহার করে দক্ষিণ আফ্রিকায় প্রত্যারণা ও চাঁদাবাজি

স্বৈরাচারি হাসিনার পতনে ভূমিকা রেখে মুক্তিকামী মানুষের কাছে আলোচিত হওয়া আমেরিকা প্রবাসী সাংবাদিক কনক সারোয়ার ও ইলিয়াস হোসেনের সাথে ছবি তুলে তা সোয়াল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে নিজেকে কনক সারোয়ার ও ইলিয়াস হোসেনের কাছের লোক পরিচয় দিয়ে প্রত্যারণা করে যাচ্ছে আদম কারবারি মোহাম্মদ হিমেল।

কনক ও ইলিয়াসের ছবি ব্যবহার করে ফেসবুক হোয়াটসঅ্যাপ মাধ্যমে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানে বড় সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে প্রভাব খাটানোর অভিযোগ মিলেছে হিমেলের বিরুদ্ধে।

বর্তমান আমেরিকা প্রবাসী মোহাম্মদ হিমেল দক্ষিণ আফ্রিকায় থাকায় অবস্থায় ফেসবুকে বিগ নিউজ পেইজ খুলে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে জোহান্সেনবার্গ, কেপটাউন, ডারবান শহরে সিন্ডিকেটের মাধ্যমে পোস্ট করে সম্মান হানি, নারীদের নিয়ে মন্তব্য করার ভয় ও খুনের মামলায় জড়িয়ে দিবে বলে প্রবাসীদের কাছে চাঁদাবাজি করে আসছিলো। একবার ক্যাসিনোকে মোবাইল চুরি করে থানায় মুচলেকা দিয়ে ছাড়া পায় হিমেল।

এছাড়াও, বাংলা টিভির আইডি কার্ড নকল করে বিক্রির বিষয় কতৃপক্ষ তাকে মামলা করার হুমকি দিয়ে সর্তক করে। হিমেলকে অপকর্ম নিয়ে সেসময় জোহান্সেনবার্গে কয়েক দফা সালিসে ভৎসনা চড়থাপ্পড় দিয়ে ছেড়ে দেয়।

সেসময় বাংলাদেশের জাতীয় অনলাইন ঢাকা পোস্ট ডক কমে ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও সাধারণ প্রবাসীদের সতেচন করা হয়েছিলো।

কিন্তু মোহাম্মদ হিমেল বর্তমানে আমেরিকায় দোড়া ছোঁয়ার বাইরে থেকে তার অপকর্ম চালিয়ে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী কমিউনিটি সংগঠন ,’বাংলাদেশ পরিষদ অরগানাইজেশান’ ভারপ্রাপ্ত সহসভাপতি আনিস রহমান জানান, আমি সহ মোমিনুল হক মোমিন, মোহাম্মদ ফারুক খান, মোশাররফ হোসেন, নোমান হোসেন, কমিউনিটির শাপলা টিভি সিইও নোমান মাহমুদ ও দক্ষিণ আফ্রিকা প্রবাসী সাংবাদিক মোহাম্মদ রুহুল আমিন খান ফারুক আস্তানার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করে শারীরিক হামলা করার হুমকি দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন আমেরিকায় বসে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ কমিউনিটি নিয়ে মোহাম্মদ হিমেলে এসব শাস্তিযোগ্য অপরাধের কোন বিচার বা আইনের মুখোমুখি করা যাচ্ছে না।

বর্তমানে তার অপকর্মের মাত্রা অতিতকে ছাড়িয়ে যায়।জায়েজ করতে কখনো কনক সারোয়ার এবং ইলিয়াস হোসেন এমনকি পিসিলার সাথে উদ্দেশ্যমূলক ছবি ও টকশো করে সাধারণ মানুষের কাছে তার প্রত্যারণার ক্ষেত্র বড় করছে।

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিরা কনক সারোয়ার ও ইলিয়াস হোসেনে সাথে যোগাযোগের মাধ্যম না পেয়ে তারা গণমাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণ করে মোহাম্মদ হিমেলের মতো ওৎপেতে থাকা বাটপাররা যেন জনগণের পক্ষে গড়ে উঠা ব্যাক্তিদের মহান চরিত্রকে ব্যবহার করে সাধারণ মানুষদের হয়রানি করতে না পারে সে ব্যপারে সচেতন থাকা ও যথাযথ পদক্ষেপ নিতে কনক সারোয়ার ও ইলিয়াস হোসেনের কাছে অনুরোধ জানিয়েছেন।

মোহাম্মদ হিমেলের সাথে যোগাযোগ করা হলে সে এই বিষয়ে সংবাদ প্রচার না করতে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে হুমকি প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *