কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন 

এ.এস.এম হামিদ হাসান,
কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার টেঁটার আঘাতে মাহমুদুর রহমান কামাল (৫৫) নামে এক ব্যক্তির নিহত হ‌ওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত হ‌ওয়া ব্যক্তির ছেলেও প্রতিপক্ষের আঘাতে ‌গুরুতর আহত হ‌ওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ঢাকায় নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আঘাতপ্রাপ্ত ব্যক্তির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে । নিহত মাহমুদুর রহমান কামাল উপজেলার আচমিতা ইউনিয়নের পশ্চিম ভিটাদিয়া গ্রামের বাসিন্দা। এছাড়াও নিহত ব্যক্তি আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি মেম্বার ছিলেন বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আচমিতা ইউনিয়নের পশ্চিম ভিটাদিয়া গ্রামে দীর্ঘদিন যাবত নিহত মাহমুদুর রহমান কামাল মেম্বারের সঙ্গে তার বড় ভাই ভিটাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল উদ্দিনের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। বিরোধের বিষয়টি নিয়ে একাধিকবার উভয়ের মধ্যে বিবাদ হলেও কখনো সঠিক সমাধান হয়নি। এ নিয়ে বৃহস্পতিবার সকালে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জালাল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন সিদ্দিক তার চাচা মাহমুদুর রহমান কামালের মাথার এক পাশে এবং তার ছেলে কাকনের হাতে টেঁটা দিয়ে আঘাত করে। এতে দুজনেই মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে প্রথমে কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিউরোসাইন্স হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মাহমুদুর রহমান কামালের মৃত্যু হয়।

কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মো. হাবিবুল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত বিরোধে ভাতিজা সাদ্দাম হোসেন সিদ্দিকের টেঁটার আঘাতে চাচা মাহমুদুর রহমান কামাল গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিউরোসাইন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদুর রহমান কামালের মৃত্যু হয়। নিহত হ‌ওয়ার খবরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হলেও বর্তমানে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহত হ‌ওয়ার ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চলমান আছে বলে তিনি মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *