“মক ট্রায়াল ২০২৫” আয়োজন করছে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ

অর্পণ সারোয়ার পল্লব

সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অন্যতম উদ্যোগ, সোনারগাঁও বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটি, বরাবরের মতো এবারও আয়োজন করতে যাচ্ছে “মক ট্রায়াল ২০২৫”।

এই ব্যতিক্রমধর্মী আয়োজনে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসান ও উপ-উপাচার্য বুলবুল আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন আইন বিভাগের প্রফেসর তারিক ইকবাল, বিভাগীয় প্রধান শারমিন জাহান রুনা ও বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির মডারেটর মোঃ সাগর হোসেন। বিশিষ্ট আইনজীবী, বিচারকগণ ও অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।

মক ট্রায়াল ২০২৫ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বাস্তব আদালত পরিচালনার অনুশীলন করবে। এ আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের আইনগত দক্ষতা বৃদ্ধি ও আদালতের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শামীম আরা হাসান বলেছেন, “আইন বিভাগ বরাবরের মতোই, কো-কারিকুলার কার্যক্রমে সদা উদ্যোগী।” প্রোগ্রাম বিষয়ে উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ বলেছেন, “আমি আইন বিভাগের এমন কো-কারিকুলার কার্যক্রমে অত্যন্ত আশাবাদী”।

আইন বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান শারমীন জাহান রুনা প্রোগ্রাম বিষয়ে সকল দিক নির্দেশনা প্রদান করছেন। আইন বিভাগের সম্মানিত শিক্ষক প্রফেসর ড. তারিক ইকবাল সকল ধরনের অনুপ্রেরণা এবং প্রোগ্রাম সফল করতে সকল ধরনের সহায়তা করেছেন।

সোনারগাঁও বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটি বরাবরের মতোই শিক্ষার্থীদের মেধা ও দক্ষতার উৎকর্ষ সাধনে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। আয়োজকরা জানিয়েছেন, এবারের মক ট্রায়াল হবে আরও বৃহৎ পরিসরে এবং আরও বেশি প্রতিযোগিতামূলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *