গত ২৪ জুন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পরিবেশবান্ধব উৎপাদন কার্যক্রম ও টেকসই শিল্প ব্যবস্থাপনার জন্য গাজীপুরের শ্রীপুরের এক্স সিরামিকস লিমিটেড কারখানাকে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন উপস্থিত থেকে এক্স সিরামিকস লিমিটেডকে এই ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৫’ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
অথচ ২০০৯ সালে ৭৫ বিঘা জমিতে গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বেড়াইদেরচালা গ্রামে গড়ে উঠা কারখানাটি নির্মাণের শুরুতে ঐতিহ্যবাহী লবলঙ্গ নদকে সামান্য ছাড় দিলেও সময়ের সঙ্গে সঙ্গে সেটি গিলে খেতে শুরু করে কারখানা কর্তৃপক্ষ। বর্তমানে লবলঙ্গকে ভরাট করে নালায় পরিণত করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষের ইচ্ছেমতো গতিপথ পরিবর্তন করেছে। এর কয়েকটি পয়েন্টে তৈরি করা হয়েছে অস্থায়ী ব্রিজ। কারখানার ভেতর লবলঙ্গের ওপর কালভার্ট নির্মাণ করে দুই পাড়কে যুক্ত করেছে। গতিপথ যত্রতত্র পরিবর্তন করায় সে অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। কারখানার সব বিষাক্ত তরল বর্জ্য ফেলা হচ্ছে সেখানে। এক্স সিরামিক কারখানার আগ্রাসনের ফলে লবলঙ্গের অস্তিত্ব বিলীন হওয়ার পথে।
বাপা, বেলা, গ্রীন ভয়েস, নদীপক্ষ, উন্নয়ন ধারা ট্রাস্ট, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, বাংলাদেশ রিভার ট্রাভেল্স নেটওয়ার্ক, এএসডিএস, তিস্তা নদী রক্ষা কমিটি, বাদাবন সংঘ, সিডিপি, সেইফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন, সিডাব্লিউএফ, ডাব্লিউ বিবি, পরিবেশ বার্তাসহ ১৫টি পরিবেশবাদি ও সামাজিক সংগঠনসমূহের পক্ষ থেকে এক্স সিরামিকস লিমিটেডকে দেওয়া ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’টি প্রত্যাহারসহ নদীর দখলকৃত যায়গা ফেরত দেওয়া ও তাদের বিরুদ্ধে যথাযথ আইন প্রয়োগ করে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। একইসাথে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ প্রদানের ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া সঠিক ও স্বচ্ছ করার দাবি জানিয়েছে সংস্থাগুলো।
