পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির সেনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মর্জিনা খাতুনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ আগস্ট) দুপুর ১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
মোছাঃ মর্জিনা খাতুন দীর্ঘ ৩১ বছর সুনামের সঙ্গে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। ১৯৯৪ সালে তিনি ১৮নং জয়কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করে সেখানে ১৬ বছর সেবা প্রদান করার পর ২০১০ সালে সেনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দিয়ে টানা ১৫ বছর সেখানে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
তার শিক্ষকতা জীবনে বহু শিক্ষার্থী গড়ে উঠেছে জ্ঞান ও নৈতিকতার ভিত্তিতে। বর্তমানে দেশের বিভিন্ন সনামধন্য প্রতিষ্ঠানে তার শিক্ষার্থীরা সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে।
বিদায় অনুষ্ঠানে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ মোদাচ্ছের হোসেনস, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সবাই আবেগভরে মর্জিনা খাতুনের অবদানের কথা স্মরণ করেন এবং ‘তার আগামী জীবন সুন্দর ও সুস্থ হোক’ এই শুভকামনা জানান।
