গ্রেপ্তারের পর কৃষক লীগ নেতাকে জামায়াত কর্মী বলে প্রচার

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক কৃষক লীগ নেতাকে গ্রেপ্তারের পর তাঁকে ‘জামায়াত কর্মী’ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের গাজকাটী বাজার এলাকা থেকে টেপ্রীগঞ্জ ইউনিয়নের ওয়ার্ড কৃষক লীগের সক্রিয় নেতা মকছেদুল হককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি টেপ্রীগঞ্জ ইউনিয়নের বটতলী নতুনপাড়া গ্রামের বাসিন্দা এবং অফিজদ্দীনের ছেলে।
টেপ্রীগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. মকবুল শাহ্‌ স্বাক্ষরিত কমিটিতে ১৭ মার্চ ২০২২ তারিখে মকছেদুল হককে সহ-সভাপতি পদে অন্তর্ভুক্ত করা হয়।

জানায়, গত ৫ জুন পঞ্চগড় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল রানা সন্ত্রাসবিরোধী আইনে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৭২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এবং আরও ৩০০–৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ওই মামলার ৪০ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত হন মকছেদুল ইসলাম।

অভিযোগ উঠেছে, রাজনৈতিক প্রতিপক্ষরা গ্রেপ্তারের পর তাঁর পরিচয় বিকৃত করে জামায়াত কর্মী হিসেবে প্রচার করছে।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা বলেন, “মকছেদুল সন্ত্রাসবিরোধী আইনের এজাহারভুক্ত আসামি। তাই আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *