রমনার বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে জামায়াতের মতবিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের রমনা থানার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ নভেম্বর শনিবার রাতে রাজধানীর মালিবাগ মোড়ে রাজবাড়ি কুইজিনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর (ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) এডভোকেট ড. হেলাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ।

মহানগরীর মজলিসে শুরা সদস্য ও রমনা থানা আমীর মো. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগরীর সহকারী প্রচার সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সাত্তার সুমন। থানা সেক্রেটারী মো. ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে রমনা থানা নায়েবে আমীর সুলতান উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/share/v/1BQCGq6SnT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *